শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
 

বাজারে কাটছে না সয়াবিন তেলের কৃত্রিম সংকট    ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল    দেশের অস্তিত্ব-সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব: সারজিস    সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে     ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র    দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী    দ্বিতীয় দফায় রক্ষা হলোনা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের   
ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে জয়ে ফিরলো রিয়াল
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ৮:৪১ অপরাহ্ন

এল ক্লাসিকোতে ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারে রিয়াল মাদ্রিদ। এরপর চ্যাম্পিয়নস লিগে এসি মিলানে কাছে ৩-১ গোলের ব্যবধানে হারে। টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত ছিল লস ব্লাঙ্কোরা। 

তবে লা লিগায় ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

গতকাল শনিবার (০৯ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনাকে ৪-১ গোলে হারায় রিয়াল। প্রথম গোলের দেখা পেতে ৩৪ মিনিট অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। জুড বেলিংহামের পাস থেকে বলে পেয়ে অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন ভিনি।

এরপর ম্যাচের ৪২ মিনিটে গোলের দেখা পান বেলিংহাম। চলতি মৌসুমে এটি এই ইংলিশ মিডফিল্ডারের প্রথম গোল। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। 

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬১ মিনিটে ফের গোলের দেখা পান ভিনিসিয়ুস। রিয়াল গোলরক্ষকের বাড়ানো বল পেয়ে ওসাসুনার গোলরক্ষককে কাঁটিয়ে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান। এরপর ম্যাচের ৬৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনি। এই জয়ে ১২ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে শীর্ষে।    

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft