মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
রাজধানীর সেনা প্রাঙ্গণ হলে হবে ‘ঢাকা রেট্রো’
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন

গত ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হওয়ার কথা ছিলো ঢাকা রেট্রো শিরোনামের একটি কনসার্টের। সেখানে পারফর্ম করার কথা ছিল নব্বই দশকের কালজয়ী চার ব্যান্ড- নগরবাউল জেমস, মাইলস, আর্ক ও দলছুট-এর। কিন্তু কনসার্টটির একদিন আগে জানানো হয়, ভেন্যু জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছে কনসার্টটি।

এতে দর্শক-শ্রোতারা সাময়িক হতাশ হলেও পরবর্তীতে আয়োজকেরা নতুন ভেন্যু ও তারিখ জানিয়ে দেয়।

এমনিতেও কনসার্টটি নিয়ে শ্রোতাদর্শকের উত্তেজনার শেষ নেই। একেতো একসঙ্গে মঞ্চ মাতাবে নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট-এর মতো কালজয়ী ব্যান্ডগুলো। এদিকে আবার বোনাস হিসেবে চার ব্যান্ডের সাথে যুক্ত করা হয়েছে ওয়ারফেজের প্রাক্তন সদস্য গিটারিস্ট অনি হাসানকে।

সবমিলিয়ে কনসার্টটি দেখার জন্যে অধীর আগ্রহে শ্রোতারা। সম্প্রতি আয়োজক প্রতিষ্ঠান ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর ‘ঢাকা রেট্রো’ কনসার্টটি রাজধানীর সেনা প্রাঙ্গণ হলে অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৫ টায় শুরু হবে কনসার্ট।

জানা গেছে, ‘গেট সেট রক’-এর ওয়েব সাইটে ভিজিট করে দর্শক এখনও টিকেট কাটতে পারছেন। সাইটে  দুই ক্যাটাগরির টিকেট পাওয়া যাচ্ছে। ভিআইপি ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft