মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
চোট পেয়ে ছিটকে গেলেন মুশফিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:২১ অপরাহ্ন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯২ রানের ব্যবধানে হারিয়ে আফগানিস্তান। তাই দ্বিতীয় ম্যাচটি টাইগারদের কাছে সিরিজরক্ষার ম্যাচ। কিন্তু পরের দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

গতকাল (বুধবার) সিরিজের প্রথম ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তাই ব্যাট হাতে ৭ নম্বরে দেখা যায় তাকে। মুশফিকের পরিবর্তে চার ব্যাট করেছিলেন মেহেদী হাসান মিরাজ।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে আফগানিস্তান সিরিজ থেকে মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিবৃতিতে বিসিবির ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে, কিপিং করতে গিয়ে মুশফিকের বাম তর্জনীর ডগায় আঘাত পেয়েছেন মুশফিক। ম্যাচের পরে এক্স-রের ফলাফল থেকে আঙ্গুলে ফ্র্যাকচারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি পুর্নবাসন ব্যবস্থাপনার অধীনে আছেন।

তিনি আরও জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে পাওয়া যাচ্ছে না মুশফিককে। তার অবস্থা এবং পুর্নবাসন প্রক্রিয়া শেষ হওয়ার সময়কাল সম্পর্কে পরে জানানো হবে।

সিরিজ রক্ষার ম্যাচে মাঠে নামার আগে দলের সেরা খেলোয়াড়কে হারানোটা বড় ধাক্কায় বলা যায় বাংলাদেশ দলের জন্য। তবে তার পরিবর্তে কাউকে দলে যোগ করা হবে কিনা তা এখনও জানা যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft