প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ২:১৬ অপরাহ্ন
জামায়াত-বিএনপিসহ সব দল এক না হলে ভারত আমাদের নিয়ে খেলতেই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের আলোচনা এবং দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, জামায়াত-বিএনপিসহ অন্যান্য দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে দেশটা পুনর্গঠিত হতে পারে। তা না হলে প্রতিবেশি (ভারত) দেশ আমাদের নিয়ে খেলতেই থাকবে। এটা কখনই হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, দীর্ঘ দিনের কষ্টের ফসল আমরা গত ৫ আগস্ট ঘরে তুলেছি। এখন আমরা আওয়ামী বিহীন বাংলাদেশ চাই। আওয়ামী লীগ আর ভদ্রলোকের গণতন্ত্র কখনও পাশাপাশি চলতে পারে না। শয়তানের দোসর আওয়ামী লীগ।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ চলে গেছে, এটা ভেবে খুশি হওয়ার কারণ নেই। তাদের দোসররা রাজনীতি, সংস্কৃতি, সচিবালয়, মিলিটারি সব জায়গায় উপস্থিতি আছে। এদের রেখে কোনোভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।
মির্জা আব্বাস বলেন, বিগত স্বৈরাচার জামায়াত-বিএনপির বহু নেতাকর্মীকে হত্যা করেছে। এখনও অনেকে জেলে আছে, মামলা আছে। আমার বিরুদ্ধে এখনও ১০০-এর ওপরে মামলা আছে। তবুও এখন গ্রেপ্তার হব না, তাই শান্তি আছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশে এখন কোনো কিছুর অভাব নেই। শুধু চোরের অভাব পড়ছে। তারা পালিয়ে বেড়াচ্ছে, না হয় জেলে ডুকেসে।