প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৩:৩৯ অপরাহ্ন
সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইমরান আহমদ সিলেট-৪ আসনের ছয়বারের সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে তাকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। পরে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। আর গত ৭ জানুয়ারির নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার সরকারেও একই মন্ত্রণালয়ের মন্ত্রী হন তিনি।
গত ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় আলতাফ খান নামে এক ভুক্তভোগী ইমরান আহমদসহ ১০৩ জনের নামে মানবপাচারের অভিযোগে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।