বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ১,১৩৮    ৪৭তম বিসিএসে ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন    চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের    সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক    
কনসার্ট বাতিল নিয়ে যা বললেন জোহাদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৩:৪৩ অপরাহ্ন

আসছে কনসার্টের মৌসুম। তার আগেই বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে আয়োজকরা। নিরাপত্তার কারণে ১৮ অক্টোবর ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাকে স্মরণ করে আয়োজন করা ‘ঢাকা রেট্রো’ শিরোনামের কনসার্ট স্থগিত হয়। একই ঢাকার হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে ‘গণজোয়ার’ কনসার্টেরও কথা ছিল। নিরাপত্তার কারণে একপর্যায়ে এটিও বন্ধ হয়ে যায়

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ম্যাভিক্স গ্লোবাল অনুষ্ঠানের আগেই ভেন্যু পরিবর্তনের কথা জানায় গণমাধ্যমে। সে ধারাবাহিকতায় হাতিরঝিলের পরিবর্তে কনসার্টটি মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে নতুন ভেন্যু নির্ধারণ করা হয়। এতে পারফর্ম করার কথা ছিল ব্যান্ড নেমেসিস, ক্রিপটিক ফেইট, অ্যাভয়েড রাফা, বে অব বেঙ্গল, কাকতাল, কনক্লুশনসহ আরও অনেকে। কিন্তু অনুষ্ঠানের একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পণ্ড হয় আয়োজন।

মাত্র দুটি ব্যান্ড পরফরম করার পরই শুরু হয় বিশৃঙ্খলা। যা নিয়ে ফেসবুক পোস্টে বিস্তারিত জানিয়েছেন ব্যান্ড নেমেসিসের জোহাদ রোজা চৌধুরী।

এ বিষয়ে জোহাদ লিখেছেন, ‘আজকের কনসার্ট ভালোই হচ্ছিল। ক্রিপটিক ফেইট স্টেজে, হঠাৎ করে ২০-৩০ জনের দল মুক্তিযুদ্ধ জাদুঘরের ফটক ভেঙে ভেতরে ঢুকে যায়। তারপর কী হলো, আপনারা বুঝতেই পারছেন। কনসার্টটি বাতিল হলে গেল। আমরা নেমেসিস, অ্যাভয়েড রাফা শোতে পারফর্ম করতে পারলাম না।’

এরপর বিগত কয়েকটা কনসার্টের সূত্র এনে জোহাদ আরও লিখেছেন, ‘বিগত বেশ কয়েকটা কনসার্টেই একই জিনিসটা হচ্ছে। এরা কারা? এরা কী আসলেই গান শুনতে আসে, না কি খুবই প্রি-প্ল্যানড একটা অপারেশন চালাচ্ছে শোর বিরুদ্ধে? ফটক ভেঙে যারা ভেতরে ঢুকে কনসার্ট বন্ধ করে দিয়েছে, তারা নিজেদের বৈষম্যবিরোধী সৈনিক পরিচয় দেয়। আমি শতভাগ নিশ্চিত যে এদের মধ্যে কেউ বৈষম্যবিরোধী সৈনিক না।’

এরপর এমন অভিজ্ঞতা ও গানের প্রতি এদেশের মানুষের ভালোবাসার কথা উল্লেখ করে জোহাদ আরও লিখেছেন, ‘এটা কী শুরু হলো? ২৫ বছর ধরে গানবাজনা করছি, জীবনে এরকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হইনি। আর এই ২০২৪-এ এসে এসব অভিজ্ঞতা হচ্ছে? সবচেয়ে দুঃখজনক আর হতাশার ব্যাপার হচ্ছে যে যারা এগুলো করছে, করে পার পেয়ে যাচ্ছে। কোনো ধরনের প্রতিকার নেই। সামনে কী হবে জানি না, তবে এটা জানি যে খুব তাড়াতাড়ি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আজ কনসার্টে হামলা দিচ্ছে, কাল যে কোনো আয়োজনে হামলা দিতে পারে। বাংলাদেশের জনগণ গানপাগল, আমরা একটা খুব ভালো করে জানি, এই দেশে গান কখনো থামবে না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft