মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতে মূর্তি বিসর্জনকে বাংলাদেশে মন্দিরে হামলা বলে প্রচার: ফ্যাক্ট ওয়াচ    পবিত্র কোরআনে পরকালের জীবন    শেখ হাসিনা ছিলেন ভারতের বেতনভুক্ত কর্মচারী: হাসনাত    আবারও বাড়ল স্বর্ণের দাম    বেসরকারি খাতে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি    সিরিয়ায় সেনা ঘাটি ও বিমান হামলা বাড়াতে চায় ইসরাইল    আদালতে আসামি চন্দনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি   
‘হাওয়া’র পর আবার সুমন–তুষি, আসছে নতুন সিনেমা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৯:২২ অপরাহ্ন

দীর্ঘদিন ধরে ছোট পর্দায় কাজ করছেন মেজবাউর রহমান সুমন। নাটকের পাশাপাশি বানিয়েছেন বিজ্ঞাপনচিত্রও। ছোট পর্দা থেকে সুমন বড় পর্দায় নিজের উপস্থিতি জানান দেন ‘হাওয়া’ দিয়ে। ২০২২ সালে মুক্তির পর দেশ ও দেশের বাইরে ছবিটি বেশ প্রশংসা কুড়ায়। ব্যবসায়িক সফলতাও পায়। পরিচালকের এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নাজিফা তুষিও। ‘হাওয়া’ মুক্তির দুই বছর পর সুমনের সিনেমায় আবার দেখা যাচ্ছে নাজিফা তুষিকে।


পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং অভিনয়শিল্পীদের কেউই এ বিষয়ে কথা বলতে চাইছেন না। তবে শুটিং ইউনিট–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে সিলেটে নাফিজা তুষিকে নিয়ে নতুন ছবির শুটিং শুরু করেছেন মেজবাউর রহমান।

ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মোস্তাফিজুর নূর ইমরান। প্রাথমিকভাবে জানা গেছে, সুমন পরিচালিত ছবিটির নাম ‘রইদ’।

খোঁজ নিয়ে জানা গেছে, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল, যেখানে প্রযোজক ছিলেন জয়া আহসান। এখন অবশ্য সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশনস। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আজ শ্রীমঙ্গলে সিনেমাটির একটি লটের শুট শেষ হচ্ছে। তবে সিনেমাটির শুটিং শেষ না করে এখনই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চান না সংশ্লিষ্টরা।


এদিকে মাসখানেক আগে নাজিফা তুষি প্রথম আলোকে আভাস দিয়ে রেখেছিলেন, ‘কাজ করছি। কিন্তু কাজ নিয়ে কিছু বলা যাবে না। কবে, কখন মুক্তি পাবে, তা নিয়ে কিছুই জানি না। আমার কাজ শেষ। ছবি করেছি, করব, হবে, হচ্ছেও। সব রকম প্রক্রিয়ার মধ্যে আছি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ—সব দিকেই আছি। হচ্ছে, হবে, চলমান।’

কাজ নিয়ে জানতে চাইলে রহস্যময় উত্তর দিচ্ছেন কেন? বললেন, ‘ছবি নিয়ে কিছু বলা বারণ। এ কারণে আমিও কিছু খোলাসা করতেও পারছি না। আমিও হাঁপিয়ে উঠেছি। আমারও কিন্তু কাজের খবর জানাতে ইচ্ছা করে। ভক্তরাও অপেক্ষা করেন। সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, একটা কাজ শেষ করছি। আশাবাদী, কারণ ভালো হয়েছে। যাঁর সঙ্গে কাজ করেছি, তিনি আমার পছন্দের পরিচালক।’

মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র পর অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নাজিফা তুষি। ভেবেচিন্তে হ্যাঁ বলেন ছবির পরিচালক-প্রযোজককে। তবে কারা তাঁরা, সে বিষয়ে কুলুপ এঁটেছেন। জিজ্ঞেস করলে একটাই জবাব, ‘এখনই সিনেমা নিয়ে কোনো তথ্য দিতে পারব না। প্রযোজক-পরিচালকেরা সময়মতো জানাবেন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেজবাউর রহমান সুমন   নাজিফা তুষি   সিনেমা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft