বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
একই দিনে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৪:০৯ অপরাহ্ন

ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ মানেই বাংলাদেশি ভক্তদের জন্য ভিন্ন উন্মাদনা। মাসের পর মাস ভক্তরা অপেক্ষায় থাকেন দল দুটির মাঠের পারফর্ম দেখার জন্য। সেই ভক্তদের জন্য সুখবর হলো, চলতি মাসেই প্রিয় দলের খেলা দেখতে পারবেন তারা। 

ভিন্ন ম্যাচে চলতি সপ্তাহে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল। 

আগামী কিছুদিন ক্লাব ফুটবলের ব্যস্ততা নেই। সবার ব্যস্ততা আপাতত জাতীয় দল নিয়ে। কারণ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো ফের মাঠে নামবে দলগুলো। 

২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আগামী ১০ ও ১৬ অক্টোবর মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১০ অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। দুদলের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায়।

পরের ম্যাচটি হবে আগামী বুধবার। সেদিন বাংলাদেশ সময় ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। 

একই সময়ে ব্রাজিলও মাঠে নামবে। চিলির বিপক্ষে ১১ অক্টোবর ভোর ৬টায় লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের পরের ম্যাচটি ১৬ অক্টোবর পেরুর বিপক্ষে, সকাল ৬টা ৪৫ মিনিটে। 

এই মুহূর্তে  দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব সবচেয়ে চাপে আছে ব্রাজিল। সবশেষ তিন ম্যাচেই হেরেছে দলটি। আট ম্যাচে মাত্র তিন জয় ও এক ড্র-তে ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে ছন্দে থাকা আর্জেন্টিনা সমান আট ম্যাচ খেলে জিতেছে ছয়টিতে। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তাদের অবস্থান। দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৬। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে উরুগুয়ে। চারে আছে ইকুয়েডর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft