মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৫:১৯ অপরাহ্ন

ফুটবল মানেই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। দুই দলের মুখোমুখি খেলা হোক বা না হোক কথার লড়াইয়ে মেতে থাকবে সমর্থকরা। লাতিন আমেরিকার এই দুই প্রতিবেশীর প্রতিদ্বন্দ্বিতার প্রভাব কেবল আমাদের দেশেই নয়, পুরো পৃথিবীতেই পড়ে। দুই দলের খেলার সময় দুই ভাগে বিভক্ত হয় সারা বিশ্ব। দেশ দু’টির সমর্থনে বিভক্ত হয় পরিবারের সদস্যরা, বিভক্ত হয় প্রিয়জনরাও। 

কোপা আমেরিকা, আন্তর্জাতিক প্রীতিম্যাচ বা বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াই দেখা গেলেও বিশ্বকাপ মঞ্চে এখন আর দুই দলের সাক্ষাৎ হয় না। সবশেষ কাতার বিশ্বকাপে দুই দলের সমর্থকদের চাওয়া ছিল ফাইনালে মুখোমুখি হোক চিরপ্রতিদ্বন্দ্বিরা। কিন্তু আর্জেন্টিনা শিরোপা জিতলেও ব্রাজিলকে থামতে হয়েছে কোয়ার্টার ফাইনালে।

ছোটোদের ইভেন্টেও একদল ফাইনালে উঠে তো অপর দল ছিটকে যাচ্ছে লিগ পর্ব বা নকআউট পর্ব থেকে। অবশেষে এবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। তাও ফিফার আয়োজিত ২৪ দলের প্রতিযোগিতায়।

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ব্রাজিল ফাইনাল নিশ্চিতের পর আর্জেন্টিনাও টিকিট নিশ্চিত করেছে। 

বুধবার (২ অক্টোবর) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইউক্রেনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচটিতে শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ব্রাজিল ৩-২ গোলে ম্যাচটিতে জয় তুলে নেয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) একই ভেন্যুতে একই ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনাও। এদিন দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। 

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ব্রাজিল-আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত আটটায়। 

ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা ফাইনাল নিশ্চিত করল।

অপরদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‌‌‘হেক্সা মিশন কমপ্লিট’ সেলেসাওদের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft