মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
বৃষ্টিতে কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৩ অপরাহ্ন

কানপুর টেস্টে পিছু ছাড়ছে না বৃষ্টি। কখন থামবে বেরসিক বৃষ্টি, সেটাও নিশ্চিত করে বলা কঠিন। এক মুহূর্তের জন্যও উইকেটের কভার সরিয়ে নেওয়ার সুযোগ হয়নি। এরকম অবস্থায় দীর্ঘ সময় অপেক্ষার পর দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম দিনের এক তৃতীয়াংশ খেলা হওয়ার পর দ্বিতীয় দিনে কোনো বল মাঠে না গড়ানোয় কানপুর টেস্টে ফল নিষ্পত্তির সম্ভাবনা অনেকটাই কমে গেছে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই অবিরাম ধারায় বৃষ্টি হওয়ার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। তখনই ধারণা করা হয়, খেলা শুরু হতে বেশ দেরি হবে। তাই অযথা সময় নষ্ট না করে গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে যান রোহিতরা। যদিও বাংলাদেশ দল স্টেডিয়ামের ড্রেসিংরুমেই অবস্থান করছিল। ডাগআউটে বসে আলাপচারিতায় সময় কাটাতে দেখা গেছে ক্রিকেটারদের।

ঠিক বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। প্রশ্ন হলো টেস্টের বাকি তিনদিন কি হবে? জানা গেছে, আগামীকাল পরিস্থিতির তুলনামূলক উন্নতি হবে। আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। তবে, তৃতীয় দিন বিকেলের পর থেকে উন্নতি হবে আবহাওয়ার। সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ ম্যাচের শেষ দুইদিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই কানপুরে। শেষ দুদিন পুরো খেলা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রথম দিনে খেলা হওয়া ৩৫ ওভারে  বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত। তৃতীয় দিন খেলা হলে দ্রুত রান তোলার চেষ্টা করবেন বাংলাদেশের ব্যাটাররা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft