শনিবার ৫ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১
 

গাজার পশ্চিম তীরে বিমান হামলা, অন্তত ১৮ জন নিহত     ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩১৭ জন    মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার    পুরো মুসলিম বিশ্বের শত্রু একই: আয়াতুল্লাহ খামেনি    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব    ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে    ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩   
স্থগিত হলো ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৩ অপরাহ্ন

শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো, ভারী বৃষ্টির কারণে স্থগিত হলো ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট। আজ সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় হওয়ার কথা ছিল কনসার্টটি। 

আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানান, ভারী বৃষ্টির কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। এই কনসার্টে গাইতে গত বুধবার রাতে ঢাকায় পৌঁছায় জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জাল। কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল ঢাকার তিন ব্যান্ড ‘অর্থহীন’, ‘ভাইকিংস’ ও ‘কনক্লুশন’-এরও।

কনসার্টের আগে গতকাল বৃহস্পতিবার আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানেই প্রশ্ন ওঠে এমন ভারী বৃষ্টির মধ্যে কনসার্ট হবে। উত্তর দিতে গিয়ে জাল ব্যান্ডের লিড ভোকাল গহের মুমতাজ রসিকতা করে বলেছিলেন, বৃষ্টির জন্যই তাঁরা ব্যান্ডটির নাম পরিবর্তনের কথা ভাবছেন!

এ গায়ক জানান, ব্যান্ডটির নামকরণ করা হয়েছে জল মানে পানি থেকে, যাতে দর্শকদের হৃদয়ে পানির মতোই প্রবাহিত হতে পারে তাঁদের গান; কিন্তু জন্মলগ্ন থেকেই প্রায় প্রতিটি কনসার্টেই বাগড়া দিয়েছে বৃষ্টি! শেষ পর্যন্ত বৃষ্টির বাগড়ায় আজকের ঢাকার কনসার্টটি স্থগিতই হলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বৃষ্টির কারণে শিল্পী, দর্শকসহ সবার নিরাপত্তার কথা ভেবেই কনসার্টটি স্থগিত করা হয়েছে। আজ সন্ধ্যায় রাজধারীর এক পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। শেষ মুহূর্তে কনসার্ট স্থগিতের ঘোষণা দেওয়ায় আয়োজকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে।

এই কনসার্টের মধ্য দিয়ে এক যুগ পর ঢাকায় গাওয়ার কথা ছিল ‘জাল’ ব্যান্ডের। এদিন ব্যান্ডটির প্রথম প্রকাশিত অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তিও উদ্‌যাপন করার কথা ছিল।

দীর্ঘদিন ধরে অসুস্থ অর্থহীনের বেজিস্ট ও ভোকালিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন। এক বছর পর এই কনসার্ট দিয়ে মঞ্চে ফেরার কথা ছিল অর্থহীন ও ‘বেজবাবা’ সুমন। এ ছাড়া গাওয়ার কথা ছিল নব্বইয়ের আরেক জনপ্রিয় ব্যান্ড ভাইকিংসের। বর্তমানে ব্যান্ডটির ভোকালিস্ট তন্ময় তানসেন।

যৌথভাবে ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম, ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft