বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
সিরিয়ার কাছে ৪-০ গোলে হারলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৪ ধাপ এগিয়ে সিরিয়া। এতটা এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যের দেশটিন যুব দলও বাংলাদেশের চেয়ে শক্তিশালী সেটাই স্বাভাবিক। শনিবার ভিয়েতনামে সেই পার্থক্যটা দেখালো সিরিয়ার যুবারা। 

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের জালে গুনেগুনে এক হালি গোল দিয়েছে তারা।

ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে ভিয়েতনাম গিয়েছে সাফ জিতে আসা অনূর্ধ্ব-২০ দল। শুরুতে বড় হারে মারুফুল হকের শিষ্যরা কতদূর যেতে পারবে সেটাই এখন দেখার।

শারীরিকভাবে এগিয়ে থাকা সিরিয়া বাংলাদেশকে পেছনে ফেলেছে ফিটনেস, ট্যাকনিক ও গতিতেও। শুরু থেকে বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলতে থাকে এবং লিড নিতে সিরিয়া সময় নিয়েছে মাত্র ৫ মিনিটে। ১৩ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বাংলাদেশ ওই সময়ই বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে যায়।

২-০ গোলে লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে সিরিয়া। শেষ ৪৫ মিনিটে আরো দুই গোল বাড়িয়ে জয়ের স্কোর করে ৪-০। সিরিয়া শেষ দুই গোল করে ৭২ ও ৮০ মিনিটে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৩ সেপ্টেম্বর গুয়ামের বিপক্ষে, তৃতীয় ম্যাচ ২৭ সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে এবং চতুর্থ ম্যাচ ২৯ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft