মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল   
আল শর্তা'র কাছে হারলো রোনালদোবিহীন আল নাসর
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:১৭ অপরাহ্ন

শারীরিক অসুস্থতা অনুভব করায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করিয়ে বিশ্রামে রেখেছিল আল নাসর। ক্লাবটি গত রোববারই জানিয়ে দিয়েছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ খেলার জন্য রোনালদোকে ইরাকে পাঠানো হবে না। যে কারণে গতকাল সোমবার রাতে ইরাকি ক্লাব আল শর্তার বিপক্ষে রোনালদোকে ছাড়াই খেলতে হয়েছে আল নাসরকে।

এ রাতে রোনালদোহীন আল নাসর ইরাকি ক্লাবটির উপর প্রভাব বিস্তার করতে পারেনি। উল্টো পয়েন্ট খুঁইয়ে এসেছে। বাগদাদের আল মদিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে আল শর্তার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল নাসর।

গত মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে আল নাসর। এবার তাদের লক্ষ্য ছিল ভালো কিছু করা। কারণ, রোনালদো এখন পর্যন্ত আল নাসরের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি। পর্তুগিজ তারকার জন্য হলেও শিরোপা জয় করতে হবে আল নাসরকে।

বড় লক্ষ্য নিয়ে মাঠে নামা আল নাসরের শুরুটা ছিল দুর্দান্ত। ১৪ মিনিটেই লিড নেয় সফরকারীরা। আল শর্তার গোলরক্ষক আহমেদ বাসিলকে ফাঁকি দিয়ে বল জালে জমা করেন আল নাসরের সুলতান আল ঘান্নাম।

কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। মাত্র ১০ মিনিট পরই সমতায় ফেরে আল শর্তা। ম্যাচের ২৪ মিনিটে গোলটি করেন মোহাম্মদ দাউদ।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার দ্বিতীয়ার্ধে আর কোনো গোলই হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft