মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১১ অপরাহ্ন

প্রধম দুই টি-টোয়েন্টিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করে জিতেছিল বাংলাদেশ নারী ‘এ’ দল। শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে কোনো পাত্তা না দিয়ে ম্যাচ দুটি নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে তৃতীয় ম্যাচে লঙ্কানরা লড়াই করেছে। চেষ্টা করেছে ম্যাচ জিতে সিরিজে ফেরার। তবে, শেষ রক্ষা হয়নি।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচ সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলার নারীরা। আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে আট উইকেটে ৮৭ রানে থামে শ্রীলঙ্কা।

আগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল পি সারা ওভালে। আজ ভেন্যু পরিবর্তনের পর লঙ্কান বোলাররা যেন ফিরে পান নিজেদের। চেপে ধরেন বাংলাদেশি ব্যাটারদের। দলের পক্ষে ২১ বলে সর্বোচ্চ ২৬ রান আসে সাথী রানির ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রানে অপরাজিত থাকেন রিতু মনি। লঙ্কানদের পক্ষে ১২ রান দিয়ে চার উইকেটে পান মালশা শিহানি। ১৯ রানে দুই উইকেট নেন নিমিশা মাদুশানি।

লঙ্কান বোলাররা নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করলেও ব্যাটার ছিলেন ব্যর্থ। এসএসসির পিচে সাফল্য পান বাংলাদের বোলাররাও। মারুফা আক্তার-নাহিদা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্প রানের লক্ষ্যও পার করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। দলটির পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন নিলাকশানা সান্দামিনি। ২১ রান আসে কৌশানি নুথিয়াঙ্গার ব্যাট থেকে। তবে, জয়ের জন্য সেসব যথেষ্ট ছিল না।

বাংলাদেশের পক্ষে মারুফা ও নাহিদা দুজনই ১৬ রান দিয়ে দুটি করে উইকেট শিকার করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft