মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
ছাত্রশক্তির কমিটি স্থগিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ন

বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে গণতান্ত্রিক ছাত্রশক্তির সকল কমিটি ও কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাবেক আহ্বায়ক আখতার হোসেন।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আখতার হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতাকর্মীরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন এবং আন্দোলনের সাথে একীভূত হয়ে যান। আন্দোলন শুরু হওয়ার পর ছাত্রশক্তি স্বনামে আর কোনো কর্মসূচি দেয়নি। এ সময় ফেসবুকেও তারা কার্যক্রম পরিচালনা করেনি। আন্দোলন চলাকালে (সাংগঠনিক কার্যক্রম) সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে।

অভ্যুত্থান পরবর্তী ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্যসচিব নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ সজিব ভূইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন।

তিনি বলেন, ছাত্র রাজনীতির ফর্মেশন বা রূপরেখা কী হবে, তা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। এর প্রেক্ষিতে আমরা অভ্যন্তরীণভাবে কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

সামনের দিনে গণতান্ত্রিক ছাত্রশক্তি কীভাবে কাজ করবে প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে রূপরেখা নিয়ে আলোচনার পর সব ঠিক হয়ে গেলে গণতান্ত্রিক ছাত্রশক্তিতে শেষ যারা ছিলেন, তারা এবং অন্য শিক্ষার্থীরা ঠিক করবেন।

প্রসঙ্গত, শনিবার ছাত্রশক্তির ফেসবুক পেইজ থেকে এর সকল কমিটি ও কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়।  

সম্প্রতি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ সমম্বয়ক দলনিরপেক্ষ এই ছাত্র সংগঠনের বিভিন্ন পদে ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব পদে ছিলেন। এছাড়া ক্রীড়া উপদেষ্ঠা আসিফ মাহমুদ এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন।

সমম্বয়ক লুৎফর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেল, যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। এছাড়া সমম্বয়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন।

সমম্বয়ক আব্দুল কাদের ও তারেকুল ইসলাম সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। আবু বাকের মজুমদার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্য সচিব হিসেবে ছিলেন রাফিয়া রেহনুমা হৃদি, আব্দুল হান্নান মাসউদ।

এছাড়া সদস্য হিসেবে মো. রাশিদুল ইসলাম রিফাত, হাসির আল ইসলাম, আব্দুল্লাহ সালেহীন অয়ন, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ যুক্ত ছিলেন।

২০২৩ সালের ৪ অক্টোবর ডাকসুর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন সংগঠনটি আত্মপ্রকাশ করে। সংগঠনটির এক বছর পূর্ণ হওয়ার আগেই সরকারে গিয়েছেন সংগঠনের দুই নেতা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft