মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতে মূর্তি বিসর্জনকে বাংলাদেশে মন্দিরে হামলা বলে প্রচার: ফ্যাক্ট ওয়াচ    পবিত্র কোরআনে পরকালের জীবন    শেখ হাসিনা ছিলেন ভারতের বেতনভুক্ত কর্মচারী: হাসনাত    আবারও বাড়ল স্বর্ণের দাম    বেসরকারি খাতে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি    সিরিয়ায় সেনা ঘাটি ও বিমান হামলা বাড়াতে চায় ইসরাইল    আদালতে আসামি চন্দনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি   
ব্রাজিলের হারে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৪ অপরাহ্ন

মুখে ব্রাজিল সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছিলেন কোচ দরিভাল জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে খেলবে এমনটা বলে। কিন্তু মাঠের চিত্র ভিন্ন কিছু বলছে। আগামী বিশ্বকাপের যোগ্যতা অর্জন করাই যে এখন সর্বোচ্চ পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য বন্ধুর এক পথ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ ভোরে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে পথটা আরো কঠিন হয়েছে। ২০০৮ সালের পর প্রথমবার প্যারাগুয়ের কাছে হেরে ব্রাজিল। দলের হারে স্বাভাবিকভাবেই মন খারাপ সমর্থকদের। সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই দল হারের তিক্ত স্বাদ পেয়েছে। দলের এমন বাজে পারফরম্যান্সে হতাশ খেলোয়াড়রাও।

সমর্থকদের মন খারাপের বিষয়টি বুঝতে পেরে তাই প্যারাগুয়ের বিপক্ষে হারের পর ক্ষমা চেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তিনি বলেছেন, ‘সব সময় আমাদের পাশে থাকা সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের সময়টা কঠিন যাচ্ছে। আমাদের উন্নতি করতে হবে।’

রিয়াল মাদ্রিদের হয়ে পারফরম্যান্সে যতটা উজ্জ্বল ভিনিসিয়ুস ততটা নন ব্রাজিলের জার্সিতে। জাতীয় দলের হয়েও তেমনি পারফম্যান্স করতে নিজের উন্নতির কথাও জানিয়েছেন এই ফরোয়ার্ড। ২৪ বছর বয়সী উইঙ্গার বলেছেন, ‘আমার প্রতিভা সম্পর্কে জানি। জাতীয় দলের হয়ে কী করতে হবে, সেটাও জানি।

আপনার যখন আত্মবিশ্বাস তলানিতে ঠেকবে, গোল, অ্যাসিস্ট এবং ভালো পারফরম্যান্স করতে পারবেন না তখন আপনার জন্য অবশ্যই সময় কঠিন।’

দ্রুত নিজের উন্নতি করে সমর্থকদের বিনোদন দিতে চান বলেও জানিয়েছেন ভিনিসিয়ুস। রিয়ালের ফরোয়ার্ড বলেছেন, ‘জানি আমার কোথায় উন্নতি করতে হবে। যখন ভালো ছন্দে ফিরব তখন প্রত্যেককে প্রচুর বিনোদন দেব। দায়িত্ব সম্পর্কে অবগত আছি। যত দ্রুত সম্ভব নিজের উন্নতি করতে চাই।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft