শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
 

আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন: সারজিস আলম    ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, হাসপাতালে ৯১৫ জন    গণহত্যার পক্ষে কাজ করা গণমাধ্যমের বিচার করা হবে: উপদেষ্টা নাহিদ    রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি    সব সম্প্রদায়ের সমান অধিকারের দেশ গড়তে চাই: ড. ইউনূস    মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিক নিহত    জিরো টলারেন্স নীতি শর্তেও নানা ‘অপরাধে’ জড়িয়ে পড়ছে বিএনপি   
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার ৬ সেপ্টেম্বর দুপুর ২ টায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

১৯৬৪ সালে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন হিসেবে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা প্রতিষ্ঠা করা হয়।

অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইউব আলী হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির  সভাপতি মো. নুরুল আলম সিদ্দিক। প্রবিত্র কোরআন তেলাওয়াতে মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে । পরে গত জুলাই থেকে অদ্য পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যেসকল ছাত্র, শ্রমিকসহ সাধার মানুষ শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শহীদদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

স্বাগত বক্তব্য কালে সংস্থার মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার অন্তবর্তিকালিন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা মন্ডলীর নিকট কয়েকটি দাবী পেশ করেন। 

দাবিগুলো যথাক্রমে-

১. সংস্থার প্রধান কার্যালয় ৬,অরফানেজ রোড,বকশিবাজার, এর বাড়িটি বিনামূল্যে স্থায়ী ভাবে বরাদ্ধ প্রদান করা। 
২. প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা। 
৩.যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। 
৪.অসহায়,হতদরিদ্র,সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভীক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে,ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের  ব্যবস্থা করা। সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ অসহায়,হতদরিদ্র,সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী নিয়ে মধ্যভোজনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোঃ মোকলেচুর রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান, মাধব চন্দ্র সরকার ভাইস চেয়ারম্যান, এসএম ইউনুসুর রহমান যুগ্ন মহাসচিব, মোঃ মনিরুল ইসলাম সহকারি মহাসচিব, আবু আলেম মাতবর, সাফিয়া বেগম মহিলা বিষয়ক সচিবসহ সংস্থার সাধারণ সদস্যবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft