প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
একযোগে নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের ২১৯ জন বিচারককে বদলি এবং ৩১ জনকে পদোন্নতি দিয়েছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গতকাল রোববার (০৮ সেপ্টেম্বর) পৃথক আদেশে এসব বিচারক বদলি ও পদোন্নতির কথা জানায়।
বদলি: সহকারী ও সিনিয়র সহকারী জজ ১১৪ জন, জেলা জজ ৫২ জন, অতিরিক্ত জেলা জজ ৪৭ জন এবং যুগ্ম জেলা জজ ৬ জন সর্বমোট বদলি ২১৯ জন।
পদোন্নতি : যুগ্ম জেলা জজ ২৩ জন, অতিরিক্ত জেলা জজ ৬ জন, সিনিয়র সহকারী জজ ১ জন ও সহকারী জজ ১ জন, সর্বমোট পদোন্নতি ৩১ জন।
প্রজ্ঞাপনে উল্লেখিত তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বদলি হওয়া ও পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
আইন সচিব গোলাম সারওয়ার ওএসডি, চলতি দায়িত্বে গোলাম রাব্বানী : আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি করে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে। এ শূন্যপদে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) গোলাম রাব্বানীকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল আইন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।