শনিবার ৫ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১
 

গাজার পশ্চিম তীরে বিমান হামলা, অন্তত ১৮ জন নিহত     ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩১৭ জন    মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার    পুরো মুসলিম বিশ্বের শত্রু একই: আয়াতুল্লাহ খামেনি    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব    ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে    ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩   
একযোগে ২১৯ বিচারক বদলি, পদোন্নতি ৩১ জনের
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

একযোগে নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের ২১৯ জন বিচারককে বদলি এবং ৩১ জনকে পদোন্নতি দিয়েছে সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গতকাল রোববার (০৮ সেপ্টেম্বর) পৃথক আদেশে এসব বিচারক বদলি ও পদোন্নতির কথা জানায়।

বদলি: সহকারী ও সিনিয়র সহকারী জজ ১১৪ জন, জেলা জজ ৫২ জন, অতিরিক্ত জেলা জজ ৪৭ জন এবং যুগ্ম জেলা জজ ৬ জন সর্বমোট বদলি ২১৯ জন।

পদোন্নতি : যুগ্ম জেলা জজ ২৩ জন, অতিরিক্ত জেলা জজ ৬ জন, সিনিয়র সহকারী জজ ১ জন ও  সহকারী জজ ১ জন, সর্বমোট পদোন্নতি ৩১ জন।

প্রজ্ঞাপনে উল্লেখিত তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বদলি হওয়া ও পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আইন সচিব গোলাম সারওয়ার ওএসডি, চলতি দায়িত্বে গোলাম রাব্বানী : আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি করে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে। এ শূন্যপদে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) গোলাম রাব্বানীকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল আইন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিচারক   বদলি   পদোন্নতি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft