প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৭ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আশা ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের ৫১ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকেই নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন- আশা ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং কোষাধ্যক্ষ মো. ইকবাল খান চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিন (ভারপ্রাপ্ত), আইন অনুষদ, চেয়ারম্যান, আইন বিভাগ, মো. সাইফুল আলম। এইদিকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার বিকাশে আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অবদান অপরিসীম। শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতাই এই বিশ্ববিদ্যালয়কে উত্তোরত্তর সাফল্য নিয়ে আসবে। তাছাড়া একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে জ্ঞানের পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে। সমাজ ও রাষ্ট্রকে সেবা দিতে শিক্ষার্থীদের সত্যিকারের জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ এবং নবীন ও অন্যান্য ছাত্র- ছাত্রীরা প্রমুখ।