শনিবার ৫ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১
 

গাজার পশ্চিম তীরে বিমান হামলা, অন্তত ১৮ জন নিহত     ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩১৭ জন    মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার    পুরো মুসলিম বিশ্বের শত্রু একই: আয়াতুল্লাহ খামেনি    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব    ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে    ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩   
ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-পেগুলা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২১ অপরাহ্ন

ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপার সন্ধানে থাকা সাবালেঙ্কার সামনে শনিবার রাতে ইউএস ওপেন নারী এককের ফাইনালে প্রতিপক্ষ হলেন মার্কিন ধনকুবের টেরি পেগুলার মেয়ে জেসিকা পেগুলা। ৩০ বছর বয়সী মার্কিন এ টেনিস খেলোয়াড় এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন।

অবশ্য শুধু ফাইনালেই নয়, পেগুলা এবার প্রথম উঠেছিলেন সেমিফাইনালে। আর প্রথম সেমিফাইনালেই করলেন বাজিমাত। সেমিফাইনালে চেক প্রতিপক্ষ ক্যারোলিনা মুখোভাকে ২-১ সেটে হারিয়েছেন পেগুলা।

ফাইনালে ওঠার লড়াইয়ে পেগুলার শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম সেটে ৬-১ গেমে উড়ে যান। তবে সেই ধাক্কা সামলে পরের দুই সেটে ফিরে আসেন দারুণভাবে। দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে সমতা ফেরান পেগুলা। এরপর শেষ সেটেও দাপট দেখিয়ে পেগুলার জেতেন ৬-২ গেমে।

প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনাল নিশ্চিত করা পেগুলা জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘তার (মুখোভা) সামনে নিজেকে নবিশ মনে হচ্ছিল। আমাকে গুঁড়িয়ে দিচ্ছিল। আমি প্রায় কান্নায় ভেঙে পড়তে যাচ্ছিলাম। জানি না, কীভাবে এটা ঘুরিয়ে দিয়েছি।’
 
ফাইনালের প্রতিপক্ষ সাবালেঙ্কাকে নিয়েও কথা বলেছেন পেগুলা। এর আগে সিনসিনাটির ফাইনালে হেরে সাবালেঙ্কার কাছে শিরোপা হাতছাড়া করেছিলেন পেগুলা। ফাইনালে সেই হারের প্রতিশোধের সুযোগ দেখছেন বলে জানিয়েছেন পেগুলা, ‘এটা প্রতিশোধের সুযোগ। তবে তাকে হারানো কঠিন হবে।’

এবারের ফাইনাল অবশ্য সাবালেঙ্কার জন্যও আক্ষেপ মেটানোর। গত বছরও ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন এ বেলারুশিয়ান টেনিস তারকা। কিন্তু ফাইনালে হেরে যান কোকো গফের কাছে। এবার নিশ্চয় সেই ঘটনার পুনরাবৃত্তি চাইবেন না ২৬ বছর বয়সী বেলারুশের এই টেনিস তারকা। টানা দ্বিতীয় ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের এমা নাভারোর বিপক্ষে সাবালেঙ্কার জয় ৬-৩ ও ৭-৬ (৭/২) গেমে।

যুক্তরাষ্ট্রের মাটিতে সে দেশের প্রতিপক্ষের বিপক্ষে খেলা, ম্যাচে দর্শকদের সমর্থনও পাননি। তবে জয়ের পর দর্শকেরা তাঁর জন্য উল্লাস করেছেন। 

প্রতিক্রিয়ায় সাবালেঙ্কা বলেছেন, ‘আপনারা এখন আমার জন্য উল্লাস করছেন। একটু দেরি হয়ে গেছে। তবে এটা সত্যিই অনেক বড় ব্যাপার। যদিও আপনারা এখনো তাঁকে (এমা) সমর্থন করছেন। আপনাদের উল্লাসে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। এই পরিবেশ অসাধারণ।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   টেনিস   ইউএস ওপেন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft