বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
পালমার-ওয়াটকিনস-ফোডেনকে ছাড়াই নেশনস লিগে যাচ্ছে ইংল্যান্ড
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ন

দলের বড় তিন তারকাকে ছাড়াই উয়েফা নেশনস লিগ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। অসুস্থতার কারণে এই টুনামেন্টে খেলতে পারবেন না ফিল ফোডেন। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় দলে নেই কোল পালমার ও অলি ওয়াটকিনস।

ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি ফোডেনকে খেলার জন্য বলেছিলেন। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

নেশনস লিগে খেলা কথা ছিল চেলসির তারকা পালমার ও অ্যাস্টন ভিলা স্ট্রাইকার ওয়াটকিনসেরও। তবে ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিজ নিজ ক্লাবে পাঠানো হয়েছে। গতকাল এসব তথ্য জানিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।

গতকাল নেশনস লিগের দল ঘোষণা করেন কোচ লি কার্সলি। তার ঘোষিত দলে আছেন ম্যানসিটির জ্যাক গ্রিলিশ ও ম্যানইউ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের।

নেশনস লিগে ইংল্যান্ডের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ৭ সেপ্টেম্বর। তিন দিন পর ওয়েম্বলিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা।

গত ১৪ জুলাই ইউরো চ্যাম্পিয়রনশিপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এই প্রথম মাঠে নামছে ইংল্যান্ড দল।

ইংল্যান্ডে স্কোয়াড-
গোলরক্ষক: ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন), নিক পোপ (নিউক্যাসল ইউনাইটেড)।

ডিফেন্ডার: মার্ক গুইহি (ক্রিস্টাল প্যালেস), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল), লেভি কলউইল (চেলসি), রিকো লুইস (ম্যানচেস্টার সিটি), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল), হ্যারি ম্যাগুয়ের (ম্যানচেস্টার ইউনাইটেড)।

মিডফিল্ডার: কনর গ্যালাঘের (অ্যাটলেটিকো মাদ্রিদ), কোবি মাইনু (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেক্লান রিসি (আর্সেনাল), মরগান গিবস-হোয়াইট (নটিংহাম ফরেস্ট), অ্যাঞ্জেল গোমেস (লিলে)।

ফরোয়ার্ড: জারড বোয়েন (ওয়েস্ট হ্যাম), এবেরেচি ইজে (ক্রিস্টাল প্যালেস), জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল ইউনাইটেড), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ননি মাদুকে (চেলসি), বুকায়ো সাকা (আর্সেনাল)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft