প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৩ অপরাহ্ন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের ইমেজ ধীরে ধীরে উন্নত হচ্ছে। একদিনে সব ঠিক হবে না, সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হবে। সময় দিতে হবে। বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ইমেজ কিন্তু আস্তে-আস্তে উন্নত হচ্ছে। আমার কাছে এ রকম কোনো কিছু নাই যে, আমি একদিনে সব উন্নতি করে ফেলব। আমি তো একদিনে পারবো না, সময় দিতে হবে। আমি ব্যবস্থা নিচ্ছি।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের ভুমিকা নিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা যায়। আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ছাত্রসহ সাধারাণ মানুষ নিহত হয়। আন্দোলনকারী ছাত্র জনতার হাতে অনেক পুলিশ সদস্য নিহত হন। অসংখ্য থানা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ পরিপ্রেক্ষিতে পুলিশ বাহিনীর উপর জনগনের আস্থা ফিরিয়ে আনতে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে।