বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
বৃষ্টিতে ভেসে গেলো বাংলাদেশ-পাকিস্তান টেস্টের প্রথম দিনের খেলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ২:৪৩ অপরাহ্ন

প্রবল বৃষ্টির শঙ্কা ছিল আগেই। ম্যাচের দিন রাওয়ালপিন্ডিতে দেখা গেল সেই চিত্র! সিরিজের দ্বিতীয় টেস্টের শুরুর দিন সকাল থেকেই বৃষ্টি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর শেষ পর্যন্ত ভেসে গেল প্রথম দিন। টানা বৃষ্টির কারণে কোনো বল না গড়িয়েই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা বাংলাদেশ সময় ১১টায়। তবে, ম্যাচ তো দূরের কথা রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে টসও মাঠে গড়ানোর সম্ভব হয়নি।

দুপুরে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন জানায়, বৃষ্টির অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ভেজা আউটফিল্ড ও বৃষ্টির কারণে প্রথম সেশনে বল গড়ানো সম্ভব নয় বলে ব্রডকাস্টে জানানো হয়। এর এক ঘণ্টা পর এলো পরিত্যক্তের ঘোষণা।

আজ শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার পর প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। অফিসিয়ালরা জানিয়েছেন, টানা বৃষ্টি এবং মাঠ ভেজা থাকায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করা হল।

প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে ম্যাচের বাকি দিনগুলোতে ত্রিশ মিনিট করে অতিরিক্ত খেলা হতে পারে। মূলত প্রথম দিন টস না হওয়ায় ম্যাচটি এখন চার দিনের ম্যাচে রূপ নিয়েছে।

রাওয়ালপিন্ডিতে ম্যাচটির আগেরদিনই আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদারের বরাতে ক্রিকেট পাকিস্তান জানিয়েছিল, দ্বিতীয় টেস্টের প্রথম দিন রয়েছে ঝড়ের শঙ্কা। হতে পারে প্রবল বৃষ্টিপাত। সত্যিই তাই হয়েছে।

আজ সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। সময়ের সঙ্গে বৃষ্টি বাড়তে থাকে। তার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে থাকে। ফলে দিনের শুরু থেকেই বৃষ্টির বাধার মুখে পড়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট। দুপুরের পর সেই বৃষ্টি আরো বেড়ে গেলে প্রথম দিনের লড়াই বাতিল করতে বাধ্য হন আম্পায়াররা।

এর আগে এই মাঠে প্রথম টেস্টে প্রথম দিনেও একই চিত্র ছিল। সেদিন খেলা শুরু হতে দেরি হয়েছিল বৃষ্টির কারণে। তবে আজ ম্যাচই শুরু করা সম্ভব হয়নি। ভেন্যুটির পিচ ও আউটফিল্ডের বড় একটা অংশ কাভার দিয়ে ঢাকা।

প্রথম ম্যাচ জেতায় দ্বিতীয়টিতে ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের সামনে। দ্বিতীয় টেস্টে জিততে পারলে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। ম্যাচটি যদি ড্রও হয় তবুও সিরিজ বাংলাদেশের। আর দ্বিতীয় ম্যাচটি যদি বাংলাদেশ হারে তবুও সিরিজ ড্রয়ের স্বস্তি নিয়ে দেশে ফিরতে পারবে নাজমুল হোসেন শান্তর দল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft