প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ন
ইনজুরিতে পড়েন দলের এক নম্বর গোলকিপার শোভন। তবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে পড়েন ইনজুরিতে। তার পরিবর্তে বাকি সময় বাংলাদেশের গোলপোস্ট সামলান দ্বিতীয় গোলকিপার মোহাম্মদ আসিফ। আর টাইব্রেকে দুই শট রুখে বনে যান ম্যাচ জয়ের নায়ক।
আসিফের বীরত্বে টাইব্রেকে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপা জয়ের লড়াইয়ে লাল-সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
সোমবার (২৬ আগস্ট) নেপালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিতে প্রথমার্ধে ১-০ গোলের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ভারত। এতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ ১-১ গোলের ড্রতে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে গোলকিপার মোহাম্মদ আসিফের দুর্দান্ত দুই সেভে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।