মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
রিজওয়ান-শাকিলের ব্যাটে ভর করে ঘুরে দাড়িয়েছে পাকিস্তান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ন

রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিনের নিয়ন্ত্রণ সম্পূর্ণ পাকিস্তানের হাতে। অন্তত এখন পর্যন্ত সেটিই দৃশ্যমান। দুই ব্যাটার মোহম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জুটি পার করেছে ২৩০ রান। দলীয় সংগ্রহ ৩৫০ ছুঁই ছুঁই। যদিও, প্রথম দিন ভালো কেটেছিল বাংলাদেশের। 

কিন্তু, দ্বিতীয় দিনের শুরু থেকেই দিশেহারা সফররতরা। দিনের প্রায় দেড় সেশন ব্যাট করে সেঞ্চুরি তুলে নিয়েছেন রিজওয়ান-শাকিল। জোড়া সেঞ্চুরিতে এই টেস্টের দুদিন না যেতেই বিপাকে বাংলাদেশ।

উইকেটে থাকা দুই সেট ব্যাটারকে কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছে। রিজওয়ান ও শাকিল মিলে ক্রমাগত চাপ বাড়াচ্ছেন বাংলাদেশের ওপর। ভঙ্গুর বোলিংয়ে উইকেটের খোঁজে বাংলাদেশের বোলাররা।

প্রথম দিন থেকেই থিতু হয়ে যান পাকিস্তানি ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। শুরুতে উইকেট হারানোর পর তাদের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। প্রশম সেশনে শতকের পথে এগিয়ে চলেছেন শাকিল-রিজওয়ান। ১১৪ রানে সর্বশেষ উইকেট হারায় স্বাগতিকরা। সেটিও গতকাল। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দ্বিতীয় দিনের শুরু থেকেই ক্রিজে থিতু তারা। প্রথম সেশনে দুজন মিলে পাত্তাই দেননি বাংলাদেশি বোলারদের। সবমিলিয়ে রাওয়ালপিন্ডিতে প্রথম সেশন চাপে থেকেই কেটেছে সফরকারীদের।

এই জুটি ১৪২ রান করেছে ইতোমধ্যে। পাকিস্তানের সংগ্রহ ছাড়িয়েছে আড়াইশ। শরিফুল-হাসানরা তো বটেই, পেস বদলে স্পিনে আসা সাকিব আল হাসানও পারছেন না জুটি ভাঙতে। দ্বিতীয় দিনে আজ বেশ চাপেই আছে বাংলাদেশ। চার উইকেটে ২৫৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান। প্রথম সেশনে কোনো উইকেট পায়নি বাংলাদেশ। শাকিল ৮৬ ও রিজওয়ান অপরাজিত ৮৯ রানে।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষ হয়েছিল সমানে-সমান। পাকিস্তানের চার উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ, পাকিস্তান তুলেছিল ১৫৮ রান। টেস্টের দ্বিতীয় দিনে আজ মাঠে নেমেছে দুদল। গতকাল বৃষ্টিতে ম্যাচের প্রায় অর্ধেক সময় খেলা না হলেও, আজ সময়মতো শুরু হয়েছে খেলা।

ব্যক্তিগত ৫৭ রান নিয়ে সৌদ শাকিল এবং ২৪ রানে অপরাজিতে থেকে দিন শেষ করেছিলেন মোহাম্মদ রিজওয়ান।

টস জিতে বোলিং বেছে নেয় বাংলদেশ। ইনিংসের শুরুটা দারুণ হয় বাংলাদেশের। ১৬ রানে তুলে নেন পাকিস্তানের তিন উইকেট। তবে, ভালোভাবে দিন শেষ করতে পারেননি শান্ত-শরিফুলরা। ১১৪ রানে ঘটে প্রতিপক্ষের চতুর্থ উইকেটের পতন। চার উইকেটে ১৫৮ রান নিয়ে প্রথম দিনেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এরপর রিজওয়ান ও শাকিল মিলে গড়েন প্রতিরোধ। এই জুটিতে ভর করেই দিনের বাকি অংশ লড়াই করে পার করে পাকিস্তান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft