বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
রেফারিদের ভিএআর এর ওপর নির্ভরশীল না হওয়ার পরামর্শ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ন

ভিএআরের চেয়ে রেফারিদের নিজের সিদ্ধান্তে উপর নির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়েছেন ফিফার সাবেক রেফারি মার্ক ক্লাটেনবার্গ। নিজেরা যে সিদ্ধান্ত নেন সেটিতেই আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ক্লাটেনবার্গ।

বিবিসিকে ক্লাটেনবার্গ বলেন, ‘রেফারিদের দায়িত্ব আছে। এই সপ্তাহ থেকে শুরু করে মাঠে যতগুলো সিদ্ধান্ত নেওয়া হবে। সেগুলোতে তারা ভিএআরের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হব্নে না। তারপর ভিএআর অনেকগুলো ম্যাচেই কাজ করবে। যেমনটা আমরা গত মৌসুম দেখেছি। ব্যাপারটি একবার বা দুইবার ঘটেনি (অর্থাৎ রেফারিদের বহুবারই ভিএআর দেখে সিদ্ধান্ত নিতে দেখা গেছে)।’

তিনি আরও বলেন, ‘আমি যা দেখেছি (গত মৌসুমে) তা হলো, রেফারিরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিচ্ছেন না, যেমনটি সাধারণত নেওয়ার কথা। তার ভিএআরের কাছে ছুটে যাচ্ছেন। ভিএআর তখন বলেছিল যে, সেখানে হস্তক্ষেপের সুযোগ নেই। সেটা নিয়েই আমি কথা বলতে চাই। কারণ রেফারি স্পষ্টভাবে ভুল ছিলেন না। এতে আপনি ভক্তদের কাছে ক্ষোভের কারণ হয়ে দাঁড়ান।’

প্রিমিয়ার লিগ এবং রেফারি প্রধান হাওয়ার্ড ওয়েব এর আগে বলেছেন, এই মৌসুমে ভিডিও সহকারী রেফারির হস্তক্ষেপ কম হবে। রেফারির সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত দ্রুত নেওয়ার জন্য তারা বর্তমান ব্যবস্থার উন্নতি করবেন। যাতে করে রেফারিরা নির্ভুল সিদ্ধান্ত নিতে পারেন।

এ বিষয়ে ক্লাটেনবার্গ বলেন, ‘হাওয়ার্ড এবং তার দলের বিবৃতি থেকে আমি সবচেয়ে বড় বার্তা পেয়েছি যে, তারা চায় রেফারিরা ফিরে (মাঠে) আসুক এবং নিজের মত অনুসারে সিদ্ধান্ত দিক।’

গেল মৌসুমে ভিএআর নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল প্রিমিয়ার লিগে। গেল মে মাসে ভিএআরের সিদ্ধান্ত বাতিলের জন্য ভোটাভুটি আয়োজন করেছিল প্রিমিয়ার লিগের ক্লাব ওলভস। রেফারির সিদ্ধান্তের উপর প্রযুক্তির প্রভাবকে কেন্দ্র ভক্ত-সমর্থকদের মধ্যে ক্ষোভের তৈরি হয়েছিল। যদিও ভোটাভুটিতে হেরে গিয়েছিল ক্লাবটি। তবে ভিএআর প্রযুুক্তির উন্নতির কথা বলেছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft