রোববার ১৯ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
 

কাল সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা    জনগণের পাশে থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান    এসকে সুরের বাসায় দুদকের অভিযানে ১৭ লাখ টাকা উদ্ধার    মেঘনায় ঝাঁপ দিয়ে মা-ছেলের আত্নহত্যা চেষ্টা, দেড় বছরের শিশুর মৃত্যু    ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা    জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন    মালানের ফিফটিতে বরিশালের বড় জয়   
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন হাফিজ ও জাহিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হলেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রিজভী বলেন, দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

জানা যায়, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভোলা-৩ আসন থেকে পরপর ৬ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন।

এদিকে স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া ডা. এ জেড এম জাহিদ হোসেন বিশিষ্ট চিকিৎসক নেতা। তিনি ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ছিলেন। ড্যাবের পাশাপাশি সম্মিলিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। এছাড়া দীর্ঘদিন থেকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি। সর্বশেষ তিনি দলের ভাইস চেয়ারম্যান ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft