বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে না    ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে    দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার   
অঘটন ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশও পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারত তাতে অংশ নিবে কি না তা এখনো নিশ্চিত নয়। নিরাপত্তা শঙ্কা এবং রাজনৈতিক বৈরিতার কারণে দেশটিতে গিয়ে খেলতে চায় না ভারত। 

এর আগে একই কারণে গত বছর বাবর আজমদের দেশে গিয়ে এশিয়া কাপে খেলেনি রোহিত শর্মারা। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে কি না তা নিয়েও চলছে আলোচনা।

এমন বাস্তবতায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান যে হোম সিরিজগুলো খেলবে সেসব সিরিজে সফরকারী দলগুলোকে কড়া নিরাপত্তা দেয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। 

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী জানিয়েছে, এসব সিরিজে কোনো অঘটন ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে নাও হতে পারে।

সাবেক এই ক্রিকেটার বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি যেহেতু পাকিস্তানে অনুষ্ঠিত হবে, আর বাংলাদেশের পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল সফরে আসবে, তাই আমাদের নিরাপত্তার ব্যাপারে আরও মনোযোগ দেওয়া উচিত। ঈশ্বর না করুক, এসব সফরে কোনো অঘটন ঘটলে এখানে (পাকিস্তান) চ্যাম্পিয়নস ট্রফি খেলা হবে না। বেলুচিস্তান ও পেশোয়ারে আমাদের সৈন্যরা শহীদ হচ্ছেন। সরকারই শুধু বলতে পারে এটা কেন ঘটছে। কিন্তু এটা হওয়ার কথা নয়।’

সফরকারী দলগুলোকে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির মত নিরাপত্তা দেয়া উচিত জানিয়ে বাসিত আলী আরও বলেন, ‘নিরাপত্তার যেন সামান্যতম ত্রুটিও না ঘটে, এ বিষয়টি আমাদের নিশ্চিত করতে করতে হবে। বিদেশি দলগুলোর আমাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মতো নিরাপত্তা পাওয়া উচিত। আমি নিশ্চিত, মহসীন নাকভি (পিসিবি চেয়ারম্যান) এসব বিষয়ে সচেতন থাকবেন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft