বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
অবসর ভেঙে ফিরবেন অ্যান্ডারসন
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৮:০১ অপরাহ্ন

হাতের জাদু দেখানো এখনো শেষ হয়নি জেমস অ্যান্ডারসনের। এমনটাই মনে করছেন ইংল্যান্ডের সদ্য সাবেক হওয়া কিংবদন্তি পেসার। তাই তো আবারো ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

টেস্ট ক্রিকেট যেখানে শুরু করেছিলেন সেই লর্ডসেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন অ্যান্ডারসন।

গত ১০ জুলাই লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার পরেই নতুন ভূমিকায়ও দেখা গেছে তাকে। ইংল্যান্ড দলের পেসারদের মেন্টর বা পরামর্শক হয়েছেন তিনি।

তবে দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানার পর অ্যান্ডারসনের মনে হচ্ছে এখনো অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। নিজেকে এখন বেশ ফিট মনে করায় ফিরতে চাচ্ছেন টি-টোয়েন্টি সংস্করণে।

১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নেওয়া পেসার প্রেস অ্যাসোসিয়েশনকে বলেছেন,‘ কিছুটা অস্বীকার করতে পারি। কারণ আমি ভালো করেই জানি ইংল্যান্ডের হয়ে আবারো খেলা হবে না। তবে আমি মনে করি আমার আসল ক্যারিয়ার নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।’

ফ্র্যাঞ্চইজি লিগ আবারো তাকে ক্রিকেটে ফিরতে অনুপ্রেরণা জোগাচ্ছে বলে জানিয়েছেন অ্যান্ডারসন।

৪২ বছর বয়সী পেসার বলেছেন,‘এর আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা হয়নি বলেই সংক্ষিপ্ত সংস্করণ নিয়ে সত্যিই কিছুটা কৌতূহল আছে। এ বছরের হান্ড্রেডে বল চারপাশে সুইং করতে দেখে আমার মনে হচ্ছে এখানে খেলতে পারি।’

টি-টোয়েন্টি সংস্করণে খেলাটা দারুণ হবে বলে মনে করছেন অ্যান্ডারসন। সবশেষ ২০১৪ সালে এই সংস্করণে খেলা ইংলিশ পেসার বলেছেন,‘জানি এ সংস্করণে খেলেছি এবং আমার বয়স বাড়তেই থাকবে। তবে সত্যি অনুভব করছি, ক্রিকেটের এই সংস্করণে খেলা আমার জন্য যথেষ্ট ভালো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ক্রিকেট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft