বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
হাইকোর্টে ধ্বংসাত্মক কার্যক্রম না করতে আহ্বান সেনা সদস্যদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ২:১৩ অপরাহ্ন

হাইকোর্টে ধ্বংসাত্মক কার্যক্রম না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠে হাইকোর্ট প্রাঙ্গণ।

আজ শনিবার (১০ আগস্ট) বেলা ১১টা হতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিলসহ হাইকোর্টে আসতে শুরু করেন। তারা বিচারপতিদের দলবাজ দাবি করে পদত্যাগ করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে দুপুর ১২টার পর হাইকোর্টে সেনাবাহিনীর দুটি গাড়ি প্রবেশ করে। তাঁরা মাইকে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

মাইকে সেনাবাহিনীর সদস্যরা ঘোষণা করে বলেন, ‘আপনারা শান্ত থাকুন, রাষ্ট্রের সম্পদ নষ্ট করবেন না। পরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেয়।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমারা দেখেছি শত শত শহীদের রক্তে কেনা স্বাধীনতাকে বানচাল করার জন্য অপশক্তি, পরাজিত শক্তি চেষ্টা করছে। আমরা তাদের প্রতিহত করব, প্রতিরোধ করব। এজন্য সবাই রাজপথে নেমে আসুন।’

এক প্রশ্নের জবাবে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা ইতোমধ্যে দেখেছেন, আমাদের অ্যাপিলেট ডিভিশনের (আপিল বিভাগের) প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়ে একটা অনলাইন ক্যু করার চেষ্টা করছে। আমারা দেখেছি শেখ হাসিনার ছেলে জয় বলেছেন, তার মা নাকি পদত্যাগ করেননি। সেক্ষেত্রে যে সরকার গঠন হয়েছে তা অবৈধ, অর্থাৎ সংবিধান লঙ্ঘন করে এ সরকার গঠন করা হয়েছে।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সুতরাং, যার পতন ঘটেছে তার পদত্যাগ করার প্রয়োজন পড়ে না।’

এর আগে আজ শনিবার সকালে সব বিচারপতির অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়। চলমান পরিস্থিতিতে কীভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে ১০টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft