প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
অভ্যুত্থানের মুখে সরকারের পতনের ফলে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজ। ড. ইউনূস ছাড়াও অপর যে ১৬ জন উপদেষ্টা রয়েছেন, তাদের নাম জানা গেছে।
অন্তর্ববর্তীকালীন সরকারের ১৬ জন উপদেষ্টা হলেন ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি) , ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, ড. আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারকী আজম।
আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্ববর্তীকালীন সরকারের শপথগ্রহণের কথা রয়েছে। এ সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের ২১টি গাড়ি প্রস্তুত রাখা হয়। সরকারি পরিবহন পুল থেকে এসব গাড়ি প্রস্তুত রাখতে বলে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরের দিন মঙ্গলবার সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় তাতে প্রধান উপদেষ্টা করা হয় ড. মুহাম্মদ ইউনূসকে। তবে উপদেষ্টাদের নাম এতদিন অজানা ছিল।