সোমবার ৭ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
 

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২২৫    বাজার তদারকিতে টাস্কফোর্স গঠন হচ্ছে: আসিফ    সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার    ট্রাফিক আইন লঙ্ঘনে কঠোর হচ্ছে ডিএমপি, বাড়ছে মামলা-জরিমানা    সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার    জনগনের মতামতে সংস্কার হবে পুলিশ আইন    ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গায়ে আগুন দিলেন সাংবাদিক   
আগামী ১৯ আগস্ট খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন

দীর্ঘ এক মাসের বেশি বন্ধ থাকার পর আগামী ১৯ আগস্ট খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে শুরু হয়েছে প্রশাসনিক কার্যক্রম।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. শামীম উদ্দিন খান জানান, আগামী ১৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। এর আগেই ছাত্রছাত্রীদের হল বরাদ্দ নিশ্চিত করা হবে।

চবি সাধারণ শিক্ষার্থীদের আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া হবে ১৭ আগস্ট। শিক্ষার্থীদেরকে হলে আসন বরাদ্দ পেতে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে ১০০ টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এরপর ১৮ আগস্ট শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হবে। পরদিন ১৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।

গতকাল বুধবার (৭ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৫২তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ড. শামীম নিশ্চিত করেন।

হলের আসন বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, চবি’র বিভিন্ন আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০-১৪ আগস্ট হলে আসন বরাদ্দের আবেদন নেওয়া হবে। আগামী ১৭ আগস্ট আসন বরাদ্দ দিয়ে ১৮ আগস্ট হল খোলা হবে। পরবর্তীতে ১৯ আগস্ট ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, হলে আসনের জন্য আগে যারা একবার আবেদন করছেন, তাদেরকে এখন আর আবেদন করতে হবে না। আবাসিক হলের আসনগুলো বিভাগের রেজাল্ট এবং গ্রামের বাসা দূরত্ব বিবেচনা করে বরাদ্দ দেওয়া হবে। হলের ফার্নিচার ও ইলেক্ট্রিসিটিসহ অন্যান্য সংস্কার করা হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৫৫২তম এই জরুরি সিন্ডিকেট সভায় হলে আসন বরাদ্দের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি এবং আন্দোলনে চবির দুই শিক্ষার্থী নিহত হওয়ায় শোক প্রস্তাব করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft