প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার (২ আগস্ট) তারা প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি পালন করে তারা। একই দিনে তারা শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়।
অসহযোগ আন্দোলন সফল করার জন্য বেশ কিছু আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক ও সহসমন্বয়ক। এর মধ্যে আছেন সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহসমন্বয়ক রিফাত রশিদ।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণমিছিলে আবারও উত্তাল রাজধানী। উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে আজ। ছাত্রহত্যার বিচার, গুম-খুন বন্ধসহ ৯দফা বাস্তবায়নে উত্তরায় শিক্ষার্থীরা গণমিছিল করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ বলছে, আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগও।
অন্যদিকে সাইন্সল্যাবরেটরি মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কলেজসহ আশেপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। যোগ দেয় অভিভাবকরাও। দুই ঘণ্টা সাইন্সল্যবরেটরি মোড় অবরোধ শেষে শিক্ষাথীর্দের মিছিল অবস্থান নেয় শাহবাগে। এতে বন্ধ হয়ে পড়ে শাহবাগের সড়ক।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দোয়া শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ-মিছিল করেছ ছাত্র-জনতা। শিক্ষার্থীদের কর্মসূচিতে সমর্থন জানিয়ে যুক্ত হয় মাদ্রাসা শিক্ষার্থীরাও।