মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ইংল্যান্ডের ডাগআউটে দাঁড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ক্লপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৬:১০ অপরাহ্ন

ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের কাছে হারের কয়েকদিন পরই ইংল্যান্ডের কোচের চাকরি ছেড়ে দেন গ্যারেথ সাউথগেট। তারপর থেকেই হ্যারি কেইন ও জুড বেলিংহামদের নতুন কোচ হওয়ার সম্ভাব্য তালিকায় আসতে থাকে বেশকিছু নাম। 

যার মধ্যে ছিলেন ইয়ুর্গেন ক্লপও। এই জার্মান গত মৌসুম শেষ হওয়ার পর ছেড়ে দেন লিভারপুলের কোচের দায়িত্ব।

তবে ইংল্যান্ডের ডাগআউটে দাঁড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ক্লপ। গতকাল বুধবার নিজ দেশে একটি কোচেস সেমিনারে গণমাধ্যমকর্মীরা ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন কিনা জানতে চাইলে ক্লপ সে সম্ভাবনা উড়িয়ে দেন।

ক্লপ বলেন, আমি লিভারপুলের দায়িত্ব ছাড়ার পরই বলেছিলাম কোচিং থেকে কিছুদিন দূরে থাকতে চাই। সেটা ক্লাব হোক কিংবা কোনো জাতীয় দল। আমি একটা বিরতি নিয়ে তারপর কোচিংয়ে ফেরার কথা বিবেচনা করবো। আপাতত কোনো দলেরই দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নেই।

ক্লপ এক দশক ইংল্যান্ড জায়ান্ট লিভারপুলের ডাগআউট সামলেছেন। এই দীর্ঘ সময়ে তিনি ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও দুটি লিগ কাপ জিতিয়েছেন।

সর্বশেষ ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিলেন। দলের বড় অনেক তারকা মৌসুমের শেষ দিকে ইনজুরির কারণে খেলতে না পারায় পিছিয়ে পড়ে লিভারপুল। আগামী মৌসুমে নতুন কোচের অধীনে স্বপ্নযাত্রা শুরু করবে অলরেডরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft