বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে
অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৪:০২ অপরাহ্ন

মেরুল বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়। দুপুর ১২টার দিকে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার পর আবারও কর্মসূচি নিয়ে রাস্তায় নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সোমবার রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ কারণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।


কোটা সংস্কার আন্দোলন ছাড়াও প্রগতি সরণিতে বিভিন্ন পয়েন্টে পুলিশের সরব উপস্থিতি দেখা গছে। এরমধ্যে রামপুরা ব্রিজ, মধ্যবাড্ডা ইউলুপের সামনে, সুবাস্তু, শাহজাদপুর এবং নতুনবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ নিয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম গণমাধ্যমকে বলেন, পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আশঙ্কার কোনো কারণ নেই। সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। গুলশান, নতুনবাজার, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কোটা সংস্কার আন্দোলন   ব্র্যাক বিশ্ববিদ্যালয়   পুলিশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft