বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
এবার ‘নীল ঘূর্ণি’ নিয়ে আসছে অপূর্ব-মম
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে নতুন নাটক নিয়ে জুটি বেঁধেছেন টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। নাটকের শিরোনাম ‘নীল ঘূর্ণি’। এটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল।

নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্ত্বনু। ধারাবাহিকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মম। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এই ধারাবাহিকটিতে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে অভিনয় করেছিলাম। তখন আমি আর মম বহু খণ্ড নাটকে অভিনয় করেছি। আমাদের অভিনীত নাটকগুলো দর্শকের মধ্যে বেশ সাড়াও ফেলেছিল। বলা যেতে পারে, আমার অভিনীত শেষ ধারাবাহিক নাটক নীল ঘূর্ণি। গল্পটা খুব চমৎকার। গল্পের কারণেই এ ধারাবাহিকে অভিনয় করা হয়েছিল। এরপর আমি আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করিনি। খণ্ড নাটকে কাজ করা নিয়েই ব্যস্ত ছিলাম। আর এখন তো ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়েই ব্যস্ত। শাকিল ভাই ভীষণ গুণী একজন নির্মাতা। অনেক অভিজ্ঞ একজন পরিচালক। এই ধারাবাহিকের পর আমি শাকিল ভাইয়ের নির্দেশনায় আরও বেশকিছু ভালো গল্পের কাজ করেছি। সেগুলোও দর্শকপ্রিয়তা পেয়েছে। আশা করছি নীল ঘূর্ণি ধারাবাহিকটিও দর্শকের ভালো লাগবে।’

নাটকটি নিয়ে নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘আশা করছি আগামী মাসে দেশের একটি বেসরকারি চ্যানেলে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। অপূর্ব, মমসহ আরও যারা এতে অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে বেশ যত্নশীল ছিলেন। আমার বিশ্বাস ধারাবাহিকটি দর্শকের ভালো লাগবে।’

নাটকটিতে অভিনয় নিয়ে মম বলেন, ‘অবশেষে নাটকটি প্রচারের মুখ দেখছে। বিষয়টি যেনে ভালো লাগছে। এই নাটকে আমরা সবাই খুব যত্ন নিয়ে কাজ করেছি। এটি আমার অনেক পছন্দের একটি কাজ। কারণবশত এতদিন এটি প্রচার করা হয়নি। এবার প্রচার হবে। একটি ভিন্ন চরিত্রে আমাকে দেখবেন দর্শক। কাজটি অনেক আগের হলেও, নতুন হয়েই প্রচার হবে। আশা করছি দর্শকদের জন্য এটি সুন্দর একটি কনটেন্ট হবে। কারণ যত্ন নিয়ে কাজ করলে সবকিছুই ভালো হয়।’

সৈয়দ শাকিলের নির্দেশনায় এর আগে অপূর্ব ‘সম্রাট’, ‘সোনার শিকল’ ও ‘অফ দ্য রেকর্ড’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft