প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ২:০৬ অপরাহ্ন
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থপেডিক রিহ্যাবিলিটেশন-নিটোর (পঙ্গু হাসপাতাল) পরির্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে যান তিনি।
এসময় প্রধানমন্ত্রী গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। শেখ হাসিনা বলেন, এর বিচার দেশবাসীর কাছে চাই।
সরকারপ্রধান বলেন, যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। আহতদের সবার চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। চিকিৎসার জন্য যা যা লাগে সরকার করে দিচ্ছে। ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্টরা অক্লান্ত পরিশ্রম করেছেন।
তিনি বলেন, ২০০৮ এর বাংলাদেশ আর ২০২৪ এর বাংলাদেশ এক না। মানুষের জীবনমান উন্নত হয়েছে। অর্থনীতি কত উপরে উঠে গিয়েছিলো। এটা আর কিছুই না, আমাদের দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে আবার ভিক্ষুক জাতিতে পরিণত করা, এটাই বোধহয় এদের পেছনে ষড়যন্ত্র।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে নিয়ে এই ধরনের ধ্বংসযজ্ঞ যেন আর কেউ চালাতে না পারে, এজন্য দেশবাসীর সহায়তা চাই। এভাবে মায়ের কোল খালি হোক, মানুষ অসহায় হয়ে পড়ুক এগুলো চাই না।
এসময় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।