বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
কোটা আন্দোলন নিয়ে বিবৃতি, নেটিজেনদের সমালোচনার মুখে নিপুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন

কদিন ধরেই রাজপথে আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিরে রাজপথে জীবন দিতে হয়েছে বেশ কয়েকজনকে। কোটা ইস্যুতে কথা বলেছেন নাটক, সিনেমা ও সংগীতের বহু তারকা।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সেক্রেটারি (অমীমাংসিত) নিপুন আক্তার দিলেন বিবৃতি। সেটিও সমিতির প্যাডে। নিজেকে সাবেক সাধারণ সম্পাদক দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন নিপুন। যেটি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

যদি তিনি সাবেক সেক্রেটারি হয়ে থাকেন কীভাবে সমিতির প্যাড ব্যবহার করতে পারেন এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) ভোরে নিপুন তার ফেসবুকে পোস্টটি দেন

নিপুন বিবৃতিতে বলেছেন, ‘বাঙালির সবচেয়ে গৌরবময় অধ্যায় ১৯৭১ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধারা তাদের সর্বস্ব বাজি রেখে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। কিন্তু বাঙালি তার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যাবে।’

সেখানে আরও উল্লেখ করা হয়, ‘কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন নিয়ে আমাদের কিংবা রাষ্ট্র কারও কোনো বিভেদ নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যে কোনো যৌক্তিক রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু এই কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাদের প্রতি তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। মনে রাখতে হবে তুমি কে?, আমি কে?, বাঙালি, বাঙালি এই স্লোগান বাঙালি জাতির সবচেয়ে গর্বের স্লোগান। জয় বাংলা।’

নিপুনের সমালোচনা করে কেউ কেউ বলেছেন, মূলত নিপুন টেলিভিশনের অভিনয়শিল্পী সংঘের বিবৃতি কপি করেছেন। অভিনেত্রীর এই বিবৃতিতে সহিংসতা ও নিহত হওয়ার মতো ঘটনা এড়িয়ে যাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে ফেসবুকে বিবৃতি দেওয়ার পর থেকে নেটিজেনরা তুলাধোনা করেছেন নিপুনকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft