বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
হামলাকারীদের বর্জন করলো আন্দোলনকারীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ২:১২ অপরাহ্ন

চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনায় জড়িত ব্যক্তিদের বয়কটের ডাক দেয়া হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বয়কটের ডাক দিচ্ছেন। সময় যত সামনে গড়াচ্ছে এই বয়কটের ডাক তত জোরদার হচ্ছে।

কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বয়কট করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন ডিপার্টমেন্ট, ব্যাচের ও জেলা ছাত্রকল্যাণের সহপাঠীরা। গ্রুপ থেকে বের করে দেয়ার ঘটনাও ঘটছে।

সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ১২টার পর থেকেই এমন অসংখ্য ফেসবুক পোস্ট নজরে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ও ব্যাচের শ্রেণি প্রতিনিধিদের ফেসবুক আইডিতে।

নিজ নিজ বিভাগ উল্লেখ করে শিক্ষার্থীদের একই কথা, কোনো ব্যাচমেট যদি আজকে বা আগামীতে সাধারণ শিক্ষার্থী তথা আমাদের ভাই-বোনদের ওপর আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, আমাদের কোনো তথ্য পাচার করে এমন ব্যক্তি পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করব। একই সঙ্গে আমাদের সঙ্গে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। তাকে ব্যাচ থেকে সামগ্রিকভাবে বয়কট করা হবে।

সোমবার দিবাগত রাত ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট, মনোবিজ্ঞান বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, মার্কেটিং বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণিবিজ্ঞান বিভাগ, ফিন্যান্স বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রসায়ন বিভাগ, অ্যাকাউন্টটিং বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগসহ অন্যান্য বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের এহেন কাজ করলে বয়কট করার ঘোষণা দিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিভাগ থেকে সামগ্রিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ৪৫ হতে ৪৯তম ব্যাচের শিক্ষার্থীরা ১৫ জুলাই (সোমবার) মধ্যরাতে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বর্জনের ডাক দেয়।

নিজেদের বিভাগ ও ব্যাচ উল্লেখ করে শিক্ষার্থীরা ফেসবুক পোস্টে লিখেন, ‘কোনো শিক্ষার্থী যদি আজকে বা আগামীতে সাধারণ ছাত্র-ছাত্রী তথা আমাদের ভাই-বোনদের ওপর আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকা অথবা হামলাকারীদের সহযোগিতা বা তাদের ডিফেন্ড করার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমাদের ব্যাচ থেকে বর্জন করবো এবং আমাদের সাথে কোনো প্রকার ক্লাস বা কোনো ধরনের পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না।

জানা গেছে, ২০ থেকে ২৩ ব্যাচের কমবেশি প্রতিটা বিভাগের শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত নিয়েছে। ফেসবুকে পোস্টে সাধারণ শিক্ষার্থীরা লিখেছেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি আজকে বা আগামীতে সাধারণ ছাত্র-ছাত্রী তথা আমাদের ভাই বোনদের উপর আক্রমণের সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে সামগ্রিকভাবে বর্জন করবো এবং আমাদের সাথে কোন প্রকার ক্লাস বা পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। আজ থেকে যতদিন কোটা সংস্কার ও শিক্ষার্থী হামলার সঠিক সমাধান না হবে ততদিন আমরা কোন ধরনের ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহন করবো না।

এ বিষয়ে এগ্রিকালচার অনুষদের শিক্ষার্থী ইশরাত জাহান নিশি বলেন, যে সহপাঠী নিজের সহপাঠীর গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না, নিজের ভাই বোনকে রক্তাক্ত করে আনন্দ পায়, সিংহভাগ ছাত্র-ছাত্রী যেখানে আমরা ঐক্যবদ্ধ আমাদের ন্যায্য দাদি আদায়ের জন্য, সেই সহপাঠীর আমাদের দরকার নেই। তাদের মত নোংরা আর বিকৃত মস্তিষ্কের মানুষের সঙ্গে বসে ক্লাস পরীক্ষা দেয়া সম্ভব নয়। যতদিন কোটা আন্দোলন এবং এর যথাযথ সংস্কার না হচ্ছে ততদিন ক্লাস পরীক্ষা বর্জন করেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft