মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
প্রাইজমানি বেড়েছে কোপা'র, কত পাবেন চ্যাম্পিয়নরা?
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

৪৮তম কোপা আমেরিকার ফাইনালে আগামী রবিবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলতে নামবে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার বিপক্ষে।

স্কালোনির দল টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, উরুগুয়ে ও ব্রাজিলের মত দলকে রুখে দিয়ে ফাইনালে উঠে এসেছে কলম্বিয়া। ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে দলগুলো, সেটা নিয়ে সমর্থকদের মধ্যে একটা কৌতূহল রয়েছে।

পুরো টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ৭২ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪৪ কোটি টাকা)। টুর্নামেন্টে অংশ নিলেই দলগুলো পাচ্ছে ২ মিলিয়ন ডলার (প্রায় ২৪ কোটি টাকা)। কমপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলে কোনো দল বিদায় নিলে তারা সবমিলিয়ে পাবে ৪ মিলিয়ন ডলার (প্রায় ৪৭ কোটি টাকা)। অর্থাৎ ব্রাজিল পাচ্ছে এই পরিমাণ টাকা।

যারা চতুর্থ হবে, তারা পাবে ৬ মিলিয়ন ডলার (প্রায় ৭০ কোটি) এবং তৃতীয় হওয়া দল পাবে ৭ মিলিয়ন ডলার (প্রায় ৮২ কোটি)। ফাইনালে হেরে যাওয়া দলটি পাবে ৯ মিলিয়ন ডলার (প্রায় ১০৫ কোটি) এবং চ্যাম্পিয়ন দল পাবে ১৬ মিলিয়ন ডলার (প্রায় ১৮৭ কোটি টাকা)।

২০২১ সালের কোপার রানার্সআপ ব্রাজিল পেয়েছিল ৮ মিলিয়ন ডলার (প্রায় ৯৪ কোটি) এবং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ১০ মিলিয়ন ডলার (প্রায় ১১৭ কোটি টাকা)। এবারই প্রাইজমানি বেড়েছে।

অন্যদিকে ২০২২ সালের বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার (প্রায় ৪৯২ কোটি টাকা) এবং কনমেবলকে ১০ মিলিয়ন ডলার (প্রায় ১১৭ কোটি) উপহার দিয়েছিল ফিফা।

যদি আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকাও জয়লাভ করে, তাহলে গত তিন বছরে তাদের আয়ের পরিমাণ দাঁড়াবে ৮৮ মিলিয়ন ডলারে (১০৩১ কোটি টাকা)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft