প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ন
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ কাল (৫ জুলাই) সকাল ৭টায়। সেখানে ফেবারেট আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। আলবিসেলেস্তেরা টুর্নামেন্টের বিগত চারটি সংস্করণের প্রতিটিতে সেমিফাইনালে উঠেছে। এই শতাব্দীতে শুধুমাত্র একবার কোয়ার্টার অতিক্রম করতে ব্যর্থ হয়েছে।
আর্জেন্টিনা সর্বোচ্চ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ জিতে নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে। ২০২৪ কোপা আমেরিকায় এখনও পর্যন্ত এক ম্যাচও হার না মানা একমাত্র দল।
ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার যত রেকর্ড: ১৬ তম কোপা আমেরিকা শিরোপা অর্জনের জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ায়, লিওনেল স্কালোনির পুরুষরা এখন এমন একটি দলের মুখোমুখি হচ্ছে যারা প্রতিযোগিতায় কখনও তাদের পরাজিত করেনি।
বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা আমেরিকার লড়াইয়ে ইকুয়েডরের বিরুদ্ধে ১১টি জয় এবং ছয়টি ড্র নিবন্ধন করেছে, যার মধ্যে সবচেয়ে সাম্প্রতিকটি ২০২১ সালে টুর্নামেন্টের এই পর্যায়ে এসেছিল। তিন বছর আগে কোয়ার্টার ফাইনালে, রদ্রিগো ডি পলের গোল, আর্জেন্টিনাদের ৩-০ গোলে জয় এনে দেন লতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।