বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
স্লোভেনিয়াকে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করলো পর্তুগাল
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৯:৫৭ অপরাহ্ন

জার্মানির ফ্রাঙ্কফুট অ্যারেনায় শ্বাসরুদ্ধকর এক লড়াই দেখলো পুরো বিশ্ব। চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের এই পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, সেগুলোর মধ্যে গর্তুগাল ও স্লোভেনিয়ার মধ্যকার এই ম্যাচটিকে সেরা ম্যাচ বললেও অত্যুক্তি হবে না।

ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বুক মাটিতে লাগিয়ে দিয়েছে ফিফা র‍্যাংকিংয়ে অনেকটা পিছিয়ে থাকা স্লোভেনিয়া। ১২০ মিনিটের খেলায়ও পর্তুগিজদের কোনো গোল করতে না দিয়ে খেলা টাইব্রেকারে নিয়ে যায় তারা।

সেখানে আর অভিজ্ঞ পর্তুগালের সঙ্গে পেরে উঠেনি স্লোভেনিয়া। বড় দল বলে যে একটা কথা আছে, সেটি টাইব্রেকারে এসে প্রমাণ করলো রোনালদোরা। এই পর্যায়ে স্লোভেনিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে পর্তুগাল।

শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ের অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে পেনাল্টি মিস করেন রোনালদো। ইউরোর ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে দুটি পেনাল্টি মিসের লজ্জার রেকর্ড করেন আল নাসর তারকা। ২০১৬ সালে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম পেনাল্টি মিস করেছেন তিনি। এছাড়া অতিরিক্ত সময়ে পেনাল্টি মিসের ইতিহাসে এটি দ্বিতীয়। এর আগে ২০২১ সালে ডেনমার্কের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন ইংল্যান্ডের হ্যারি কেইন।

রোনালদোর পেনাল্টি মিসের পর মনে হয়েছে, শেষ পর্যন্ত হয়তো ভাগ্যের শিকে ছিঁড়বে স্লোভেনিয়াই। কারণ, এই ম্যাচেই ৪টি ফ্রি-কিক নিয়েও সফল হতে পারেননি রোনালদো। যদিও শেষ পর্যন্ত জয় পেয়েছে পর্তুগালই।

আজ পর্তুগালের জয়ের নায়ক গোলরক্ষক দিয়োগো কস্তা। টাইব্রেকারে স্লোভেনিয়ার প্রথম তিনটি শটই ঝাপিয়ে পড়ে রুখে দেন তিনি। জোসিফ ইলিসিসের বাঁপায়ে করা প্রথম শট ডানদিকে ঝাঁপ দিয়ে প্রতিহত করেন কস্তা। এরপর দ্বিতীয় শটে বাঁপাশে ঝাঁপ দিয়ে জুরে বাল্কোভিককেও হতাশ করেন গর্তুুগিজ গোলরক্ষক। একই দিকে লাফিয়ে পড়ে বেঞ্জামিন ভারভিকের করা তৃতীয় শটও রুখে দেন কস্তা।

অপরদিকে প্রথম ৩টি শটেই সফল হয় পর্তুগাল। এবার প্রথম শটে গোল করেছেন রোনালদো। গোল করার পর তার তৃপ্তির ঢেকুর তুলেছেন তিনি। পরে রোনালদোর দেখানে পথে হেঁটেছেন ব্রনো ফার্নান্দেজ ও বার্নাডো সিলভা। এতেই জয় নিশ্চিত হয় গর্তুগিজদের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft