প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৬:২৫ অপরাহ্ন
ভারতের ঝাড়খন্ডের গোড্ডার আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে আবারও সরবরাহ শুরু হয়েছে। কারিগরি ত্রুটি সারানোর পর একটি ইউনিট থেকে সোমবার বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভারতের আদানি গ্রুপের কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ আবারও শুরু হয়েছে। সাড়ে সাতশো মেগাওয়াট বিদ্যুৎ দেশের জাতীয় গ্রিডে দেয়া হচ্ছে।
প্রায় এক হাজার ৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার আদানির বিদ্যুৎকেন্দ্রে কয়েকদিন আগে ত্রুটি দেখা দেয়। সেই ত্রুটি সারিয়ে এদিন ভোর পাঁচটার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। সকাল ১০টার দিকে ৫১০ মেগাওয়াট উৎপাদিত হয় এবং বেলা ১১টার দিকে তা বেড়ে ৭০০ মেগাওয়াটে পার হয়ে যায়।
বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের মধ্যে একটি রক্ষণাবেক্ষণের জন্য আগে থেকেই বন্ধ ছিল। এর মধ্যে দ্বিতীয় ইউনিটে ত্রুটি দেখা দেওয়ায় গত শুক্রবার উৎপাদন বন্ধ হয়ে যায়।
আমদানি চুক্তির পর গত বছরের মার্চ থেকে শুরু হয় আদানির কেন্দ্রের প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ। দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয় জুনে।