বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ১,১৩৮    ৪৭তম বিসিএসে ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন    চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের    সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক    
ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনাকে সমর্থন মেহেজাবিনের
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৬:২৯ অপরাহ্ন

সময়টা ২০২২ সাল। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও মেহেজাবিন চৌধুরী দুজনেই সমর্থন করেছিলেন ব্রাজিলকে। তবে একটি বিশ্বকাপ, ভেঙে দিয়েছে তাদের মনের আশা। বছর ঘুরতেই পাল্টে ফেলেছেন সমর্থিত দলটা। 

দুজনেই এখন বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থক।

সাম্প্রতিক সময়ে ব্রাজিলের পারফরম্যান্স ভক্তদের মনের মতো নয়। বিশ্বকাপের ভরাডুবির পর নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে এখনো পুনর্গঠন প্রক্রিয়ায় আছে সেলেসাওরা।

হযতো সেজন্যই ব্রাজিলের সমর্থন থেকে সরে আসছেন অনেকে। তাসনিয়া ফারিণ ও মেহজাবিন চৌধুরী নাম লিখিয়েছেন সেই দলে। ব্রাজিল বাদ দিয়ে চিরশত্রু আর্জেন্টিনার সমর্থন করছেন তারা।

সম্প্রতি দুই শোবিজ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট করেছেন। যেখানে মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিণকে আর্জেন্টিনার জার্সি পড়ে বেশ হাসিখুশি ভঙ্গিতে দেখা যায়। তাসনিয়া ফারিণেরর সেই পোস্টে আবার লিওনেল মেসিকে নিয়ে ক্যাপশন। কট্টর মেসি ও আর্জেন্টাইন সমর্থক না হইলে কী এমনভাবে লিখা যায়, ‘নেভার আরলি ফর মেসি।’

মেহজাবিন চৌধুরী ফেসবুক পেজে আর্জেন্টিনাকে নিয়ে পোস্ট করেছেন। অথচ এই দুজন অভিনেত্রী কাতার বিশ্বকাপেও সমর্থন জুগিয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। সেই বিশ্বকাপে ব্রাজিলের হতশ্রী পারফরম্যান্স যেকোনো ভক্তের হৃদয় ভাঙার জন্য যথেষ্ট।

জিতলে সমর্থন আর হারলে ছুড়ে ফেলা, এটা তো হতে পারে না সত্যিকারের ভক্তদের আচরণ। আর তাই তো এক বিশ্বকাপেই দুই অভিনেত্রীর এভাবে দল বদলে ফেলা ভালোভাবে নেয়নি সাধারণ সমর্থকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুজনের অতীত এবং বর্তমান ছবি নিয়ে হচ্ছে নানা রকম আলোচনা-সমালোচনা। অবশ্য ব্রাজিল থেকে আর্জেন্টিনাই আসার জন্য অনেক ভক্তই দুজনকে জানিয়েছেন অভিনন্দন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft