বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
মায়ামিতে নেইমারের খেলা নিয়ে যা জানালো মেসি
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ন

লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের সমন্বয়ে গড়া আক্রমণভাগকে মনে করা হয় ইতিহাসের সেরা। একসময় বার্সা মাতানো এই তিন তারকাকে ফের একসঙ্গে খেলতে দেখার ইচ্ছে ভক্তদের। সুয়ারেজ ও মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর সেই সম্ভাবনা অনেকটাই বেড়েছে। এবার নেইমারের মায়ামিতের যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারের সঙ্গে সম্পর্ক এবং ইন্টার মায়ামিতে দুজনের জুটি বাঁধার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন মেসি। 

নেইমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে মেসি বলেন,‘আমার এবং নেইমারের প্রায়ই কথা হয়। এমনকি লুইস সুয়ারেজসহ আমরা তিনজন গ্রুপ চ্যাটে কথা বলি। নেইমার শুদ্ধ স্প্যানিশে কথা বলে। তাকে ইন্টার মায়ামিতে টানা নিয়ে বার্তা? নাহ্‌, আমি জানি না।’

মেসি আরও যোগ করেন, ‘সত্যি হচ্ছে, বিষয়টা এখন কঠিন। সে এখন সৌদি আরবে। আমার ধারণা, সেখানে এখনও তার চুক্তির এক বছর বাকি আছে। সে কঠিন একটা বছর পার করেছে, যেখানে সে লম্বা সময় ধরে চোটে পড়েছে। বিষয়টা এখন কঠিনই। আমি জানি না। জীবন এত বেশি মোড় নেয় যে এখানে যেকোনো কিছু হতে পারে। তবে আমার মনে হয়, এই মুহূর্তে উত্তর হচ্ছে, না।’

নিজের ক্লাব ক্যারিয়ারের শুরু থেকেই বার্সায় ছিলেন মেসি। ২০১৩-১৪ মৌসুমে সেখানে তার সঙ্গী হন নেইমার। পরের মৌসুমে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেন সুয়ারেজ। ওই মৌসুমে বার্সেলোনাকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রাখে এই ত্রয়ী। পরে আরও দুই মৌসুম তারা খেলেন একসঙ্গে। মাঝে মেসি ও নেইমার একসঙ্গে পিএসজিতে খেললেও ছিলেন না সুয়ারেজ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft