আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের প্রাইজমানির ঘোষণা এসেছে আয়োজক আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) তরফ থেকে। ২০ দলের টুর্নামেন্টে বিজয়ী দল পাবে অন্তত ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার। সবমিলে টুর্নামেন্টে বরাদ্দ ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে)।
রানার আপ দল অন্তত ১.২৮ মিলিয়ন ডলার পাবে। সেমিফাইনালে গিয়ে হারা দুই দল পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ মার্কিন ডলার করে। যে ৪ টি দল সুপার এইট থেকে বাদ যাবে তাঁরা পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার করে। ৯, ১০, ১১ ও ১২ নম্বরে থাকা দল পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ মার্কিন ডলার করে। ১৩ থেকে ২০ নম্বরে থাকা দলগুলো পাবে ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার করে।
অর্থাৎ, অংশগ্রহণকারী প্রতিটি দল অন্তত ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার পাবে, যা বাংলাদেশী টাকায় ২ কোটি ৬৩ লাখ ২৫ হাজার টাকা। এর সাথে সেমিফাইনাল ও ফাইনাল ব্যতীত অন্য সব ম্যাচে জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ মার্কিন ডলার করে পাবে জয়ী দল।
৫৫ ম্যাচের ইভেন্ট হবে ২৮ দিন ধরে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ৯ ভেন্যুতে। এটিই টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। যেখানে প্রথম রাউন্ডে হবে ৪০ ম্যাচ। ৮ দল সুপার এইটে খেলবে, যেখান থেকে ৪ দল উঠবে সেমিফাইনালে।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর প্রাইজ মানি-
সর্বমোট- ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার
চ্যাম্পিয়ন- ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার
রানার আপ- ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার
সেমিফাইনালে হারা ৪ দল- (৭৮৭,৫০০ মার্কিন ডলার *৪)= ১.৫৭৫ মিলিয়ন মার্কিন ডলার
সুপার এইটে গিয়ে বাদ পড়া ৪ দল- (৩৮২,৫০০ মার্কিন ডলার *৪)= ১.৫৩ মিলিয়ন মার্কিন ডলার
৯ থেকে ১২ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা দল- (২৪৭,৫০০ মার্কিন ডলার *৪)= ০.৯৯ মিলিয়ন মার্কিন ডলার
১৩ থেকে ২০ নম্বরে শেষ করা দল- (২২৫,০০০ মার্কিন ডলার* ৮)= ১.৮ মিলিয়ন মার্কিন ডলার।
সেমি ফাইনাল ও ফাইনাল বাদে বাকি ম্যাচের উইনিং বোনাস- (৩১,১৫৪ মার্কিন ডলার * ৫২)= ১.৬২০০৮ মিলিয়ন মার্কিন ডলার।