প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৭:২৯ অপরাহ্ন
‘রেবেল মুন’, ‘হাউ আই মেট ইউর মাদার’-এ অভিনয় করে শোবিজ অঙ্গনে মোটামুটি পরিচিতি পেয়েছেন হলিউড অভিনেতা নিক পাসকোয়াল।
সাবেক প্রেমিকাকে কয়েক দফায় ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত হলেন এই অভিনেতা। গত ২৯ মে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাবেক প্রেমিকা ও হলিউড মেকআপ আর্টিস্ট অ্যালি শেহর্নকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানান, গত ২৩ মে নিষেধাজ্ঞা অমান্য করে সাবেক প্রেমিকার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করেছেন এবং তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করেছেন। গার্হস্থ্য হিংসা যে কতটা ভয়ংকর হতে পারে, তাঁর প্রমাণ এই ঘটনা। ভুক্তভোগীর প্রতি সমবেদনা এবং অভিযুক্তকে উচিত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি।
অভিযোগ আছে, ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক পালিয়ে যান নিক। পরে টেক্সাসের সিয়েরা ব্লাঙ্কায় একটি চেকপয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। ছুরিকাঘাতে আহত প্রেমিকা অ্যালি শেহর্নের চিকিৎসা–সহায়তায় একটি তহবিল ফান্ডও গঠন করেছেন তাঁর বন্ধুরা। তবে বর্তমানে তিনটি অস্ত্রোপচারের পর আইসিউ থেকে বের করা হয়েছে ভুক্তভোগীকে। তাঁর পরিস্থিতি উন্নতির দিকে।
মার্কিন অভিনেতা নিক পাসকোয়ালকে ‘রেবেল মুন-১’, ‘জবস’, ‘হাউ আই মিট ইউর মাদার’ টেলিভিশন সিরিজ ও সিনেমায় দেখা গেছে।