প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে চমক দেখাল আফগানিস্তান। বোলিং কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়েছে দলটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
চল্লিশ বছর বয়সী ব্রাভো ক্যারিবিয়ানদের হয়ে তিন ফরম্যাটে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) ২৯৫টি ম্যাচে অংশ নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ছয় হাজার ৪২৩ রান।
বল হাতে নিয়েছেন ২৬৩ উইকেট। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫৭৩ ম্যাচে ছয় হাজার ৯৫৭ রান ও বল হাতে নিয়েছেন ৬২৫ উইকেট। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড তার দখলে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন ব্রাভো। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কয়েকটি দলের হয়ে শিরোপা জিতেছেন। বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে তিনবার শিরোপা জয় করেছেন তিনি।
চলমান আইপিএলে চেন্নাইয়ের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ব্রাভো। তার দল প্লে অফে উঠতে ব্যর্থ হলেও কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের বিষয় মাথায় রেখে ব্রাভোকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান।
বিশ্বকাপের লক্ষ্যে ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে আফগানিস্তান। খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন ব্রাভো। বিশ্বকাপের আগে ব্রাভোর অধীনে ১০ দিন অনুশীলন করার সুযোগ পাচ্ছেন ফজল হক ফারুকী, নাভীন উল হক, আজমতুল্লাহ ওমরজাইরা।