প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৮:২৫ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক।
জোট প্রধান ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী বৃহস্পতিবার ১৪ দলের বৈঠক ডেকেছেন বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ওইদিন সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে ১৪ দলের নেতাদের বৈঠক।
মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক আদর্শের ভিত্তিতে ২০০৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় ১৪ দলীয় জোট।
মূলত ২১ আগস্ট শেখ হাসিনার ওপর ভয়াবহ গ্রেনেড হামলার পর মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলোকে নিয়ে জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়। ওই বছরই ২৩ দফা ঘোষণা দিয়ে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু হয়।
আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও ১১ দল মিলে জোট গঠিত হয়। কিন্তু জোট গঠনের পর পরই ১১ দল ভেঙে সিপিবি, বাসদসহ কয়েকটি দল বেরিয়ে যায়।
রয়ে যায় ওয়ার্কার্স পার্টি ও গণফোরামসহ কয়েকটি দল। তারপরও জোটটি ১৪ দল নামেই পরিচিত।