প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন
বিএনপির আরো ৫২ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তৃতীয় ধাপে উপজেলা পরিষদের প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করেছে দল।
বুধবার (১৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় দলটি। বহিষ্কৃতদের মধ্যে ১৭ জন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন অংশগ্রহণ করছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) ২৬ এবং ভাইস চেয়ারম্যান (নারী) ৯ জন অংশগ্রহণ করছেন।
বিএনপির বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালের ৩য় ধাপে ১১২টি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ৯ সাংগঠনিক বিভাগ থেকে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ৫২ জনের রংপুর বিভাগের ২২ জন। রাজশাহী বিভাগর আট জন।
এছাড়া বরিশাল বিভাগে ৫ জন রয়েছে। এদিকে ঢাকা বিভাগে চারজনের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। ময়মনসিংহ বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৭ জন, কুমিল্লায় ছয়জন, খুলনায় চারজন এবং চট্টগ্রামে একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।